Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন ও উদ্যেগী সংঘের সহায়তায় নতুন বস্ত্র দান

মা উমার আগমন কে সামনে রেখে মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেঙ্গাই গ্রামের উদ্যোগী সংঘের ক্রীড়া ময়দানে উদ্যোগী সংঘের সহযোগীতায় মেদিনীপুর জেলার সমাজ সেবী সংস্থা 'এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন' শ্রীরামপুর, নারায়নচক,…

 


মা উমার আগমন কে সামনে রেখে মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেঙ্গাই গ্রামের উদ্যোগী সংঘের ক্রীড়া ময়দানে উদ্যোগী সংঘের সহযোগীতায় মেদিনীপুর জেলার সমাজ সেবী সংস্থা 'এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন' শ্রীরামপুর, নারায়নচক, কেশবপুর, বেঙ্গাই, গ্রামের আদিবাসী, মাহাত, ও অন্যান তফশিলি অধ্যুষিত শিশু, মহিলা সহ প্রাপ্ত বয়স্ক 102 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন।


এই অনুস্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবী গোপাল সাহা, শিক্ষক পার্থ প্রতীম দাস, শিক্ষক অনিরুদ্ধ মাহিস, সমাজসেবী প্রদীপ প্রামাণিক, ফাউন্ডেশনের সম্পাদক শুভনীল  সাহু সহ অন্যান ব্যাক্তিত্ব, সংস্থার পক্ষ থেকে রাহুল কোলে জানিয়েছেন আমরা বিভিন্ন স্তরের মানুষের কাছে সাহায্য গ্রহন করে ওনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই পুজোর সেরা উপহার আমাদের কাছে, এর আগে এই এলাকাই কেউ  এই ধরনের সাহায্য করতে এগিয়ে আসেনি।


 এটা প্রথম পর্বের অনুস্ঠান আগামী 27 তারিখ বড়কোলা গ্রাম পঞ্চায়েতের লোধা অধ্যুসিত এলাকায় দ্বিতীয় পর্বের অনুস্ঠান ওখানেও আমরা 30 জনের হাতে নতুন পোষাক তুলে দিতে অঙ্গিকারবদ্ধ।