Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লোক শিল্পীদের নিয়ে কর্মশালা তমলুক শহরে।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হলো " লোকশিল্পীদের কর্মশালা"। কর্মশালার উদ্…



সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হলো " লোকশিল্পীদের কর্মশালা"। কর্মশালার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি সেখ সুফিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় জেলার ৫০০ জন লোকশিল্পী কর্মশালায় অংশগ্রহন করে। এই ধরনের কর্মশালার আয়োজন করায় রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন লোক শিল্পীরা। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে সকলের সামনে তুলে ধরতে এবং লোকশিল্পীদের প্রসার ঘটানোর লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রয়াস।