Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডিজিটাল যুগেও মহালয়ার দিন রেডিও শোনা হল বাঙালির কাছে এক নস্টালজিয়া। আজও বেঁচে আছে রেডিও

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, মহালয়ার দিন ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই লাইনটা দিয়েই শুরু হয় বাঙালির দুর্গা পূজার আগমন। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ শোনা বাঙালির একটি নস্টালজিয়া। স্মার্টফোন আর ইন্ট…



আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, মহালয়ার দিন ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই লাইনটা দিয়েই শুরু হয় বাঙালির দুর্গা পূজার আগমন। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ শোনা বাঙালির একটি নস্টালজিয়া। 

স্মার্টফোন আর ইন্টারনেটের যুগেও রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়া বাঙালির কাছে এক আলাদা আবেগ। এই ভোর থেকেই যেন পুজোর শুরু হয়ে যায়। সারা বছর ধুলো মেখে রেডিও ঘরের কোনও কোণে পড়ে থাকলেও মহালয়ার আগে পুরনো রেডিও নিয়ে বাঙালি ছোটে রেডিও সারাইয়ের দোকানে। 

প্রতি বছরই মহালয়ার আগে সেই একই ছবি ধরা পড়ে। এবছরও তার অন্যথা হল না, মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড়। তমলুকের রেডিও সারাই ও কেনার দোকানে দেখা গেল একই ছবি। কেউ এসেছেন পড়ে থাকা ধুলো মাখা খারাপ রেডিও সারাতে কেউবা মহালয়া শোনার জন্য এসেছেন নতুন রেডিও কিনতে। 

তবে ডিজিটালের যুগে স্মার্টফোন ও চাকচিক্য টিভির মহালয়া কিছুটা হলেও কমেছে রেডিওর প্রাধান্য।