Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করুণাময়ীর ঘটনা কে সামনে রেখে সিপিএমের গণসংগঠনের মিছিল পাঁশকুড়ায়

বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট
গভীর রাতের করুণাময়ীতে ট্রেড উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশের বর্বরতা আজও মানুষজনকে পথে নামতে বাধ্য করছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রঘুনাথবাড়িতে সিপিএমের গণসংগঠন সি আই টি ই…

 


বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট


গভীর রাতের করুণাময়ীতে ট্রেড উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশের বর্বরতা আজও মানুষজনকে পথে নামতে বাধ্য করছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রঘুনাথবাড়িতে সিপিএমের গণসংগঠন সি আই টি ইউ, এআইএস কে, ডি ওয়াই এফ আই এ কর্মী-সমর্থকরা পথে নেবে এর প্রতিবাদ জানালো । প্রতিবাদের কণ্ঠ গভীর রাতে মহিলা থেকে ছাত্রদের উপর এমন অমানবিক কাজের জবাব পুলিশ মন্ত্রী কে দিতে হবে। রঘুনাথবাড়ি বাজার সংলগ্ন এলাকায় সকালের এই মিছিল পথচলতি মানুষজন থেকে শুরু করে বাজারে আসা আগত মানুষজনদের মধ্যেও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ।দক্ষিণপন্থী মনোভাবাপন্ন মানুষজনও আকারে-ইঙ্গিতে পুলিশের এমন কাজকে সমর্থন করছে না তা বুঝা যায়। সিপিএম নেতা ইব্রাহিম আলি এক সাক্ষাৎকারে জানান ছাত্রদের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে রাতের অন্ধকারে তার প্রতিবাদে তাদের আন্দোলন চলবে। অন্যদিকে বামফ্রন্টের আরেক শরিক সিপিআই তাদের ও কর্মী সমর্থকরা পথে নেমে প্রতিবাদ করতে শুরু করেছে । পূর্ব মেদিনীপুর জেলার গড়কিল্লাতে প্রতিবাদ সভার মধ্য দিয়ে তীব্র ধিক্কার জানিয়েছে ঘটনাকে ঐদিনের ঘটনা কে। উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই নেতা নির্মল বেরা, যুবনেতা গৌরাঙ্গ কুইল্যা, রবিন কর ,গৌর ভৌমিক প্রমূখ নেতৃত্ব।