Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম_ ছাইচাপা যন্ত্রণাকবি নৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্যতারিখ~২০/১০/২২
বিকেলে অনেক ক্ষন বসে আছি সমুদ্র সৈকতে,হটাৎ দেখি দিবাকর যায় অস্তাচলে।ছড়িয়েছে রক্তিম আভা সমুদ্রের কালো জলে।হে তাপস তুমি কি আলো দেখালে?না কি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম_ ছাইচাপা যন্ত্রণা

কবি নৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য

তারিখ~২০/১০/২২


বিকেলে অনেক ক্ষন বসে আছি সমুদ্র সৈকতে,

হটাৎ দেখি দিবাকর যায় অস্তাচলে।

ছড়িয়েছে রক্তিম আভা সমুদ্রের কালো জলে।

হে তাপস তুমি কি আলো দেখালে?

না কি রক্ত চক্ষু দেখালে ?

আমার জীবন অন্ধকার বলে।

আমি তো হারিয়েছি আমার জীবনের সব,

রূপ যৌবন হারিয়ে এখন শুধু বার্ধক্যের কলরব।

কারনে অকারণে পাখি ডাকে , প্রকৃতি হাসে

ফুল যেমন ফুটতো তেমনি ফোটে গাছে

চন্দ্র সূর্য গ্ৰহ তারা গভীর প্রেমে মগ্ন তারা

এই সুন্দর জগতে আমিই শুধু দিশেহারা।

যখন যেদিকেই হাত বাড়াই

শুধু শুন্যতাই খুঁজে পাই।

হে অরুণ তুমি যতই দেখাও আলোর আভা

হৃদয়ে জমে আছে অগ্নুৎপাতের লাভা।

সে লাভার বিস্ফোরণে দেহ পুড়ে হবে ছাই

বাতাসের প্রবল বেগে পরবে এসে

অতল সমুদ্রের কালো জলে 

কালোই কালো মিশে গিয়ে তখন

যদি শান্তি পাই। শান্তি ওঁং শান্তি।