বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিবেকানন্দ মোড় থেকে জশাড় রোড বরাবর সম্প্রতি প্রায় সাত কিমি নতুন প্রশস্ত পিচ রোড নির্মিত হয়েছে। সব ধরনের যানবাহন এর গতি বেড়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে একশ্রে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিবেকানন্দ মোড় থেকে জশাড় রোড বরাবর সম্প্রতি প্রায় সাত কিমি নতুন প্রশস্ত পিচ রোড নির্মিত হয়েছে। সব ধরনের যানবাহন এর গতি বেড়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে একশ্রেণীর মোটরবাইকের বেপরোয়া দৌরাত্ম্য। এর ফলে গত কয়েক মাসে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। গুরুতরভাবে জখম হয়েছেন পথচারী যাত্রী থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা। মরণঘাতি ঘটনায় কোলাঘাটের মানুষ এখন পথে হেঁটে যেতে ভয় পাচ্ছে। বাড়ির লোকজন বাজার হাটে বেরোলে বা ছেলে-মেয়ে স্কুলে বা টিউশনি পড়তে গেলে দুর্ঘটনার ভয়ে ভীত সন্ত্রস্ত বোধ করছে। সম্প্রতি কোলাঘাটের এক কলেজছাত্রী পথদুর্ঘটনায় এলাকার মানুষ আরো আতঙ্কগ্রস্ত। কোলাঘাট পরিবেশ রক্ষা কমিটির আহ্বানে এবং সর্বস্তরের মানুষের জনসমাগমে বৃহস্পতিবার বিকেলে বিবেকানন্দ মোড়ে একটি বিক্ষোভ সভা হয়। বেপরোয়া যান প্রতিরোধ ও প্রশাসনিক তৎপরতার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল কোলাঘাট বিবেকানন্দ মোড থেকে বিডিও অফিস পর্যন্ত যায়। মিছিলে সর্বস্তরের ব্যবসায়ী চাকরিজীবী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী পথচারী থেকে বাড়ির গৃহবধূরা অংশ নেয়। এলাকার সর্বস্তরের মানুষ দের একটাই স্লোগান ছিল ফিরিয়ে দাও পথ নিরাপত্তা আমরা এই লোকাল রোডে যেন নির্বিঘ্নে পথ চলতে পারি। পরিবেশ রক্ষা কমিটির পক্ষে সম্পাদক অসিত সাহা জানিয়েছেন স্থানীয় রোডের এইভাবে প্রাণ হাতে করে চলা যায় না, প্রশাসন এ ব্যাপারে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক আমরা সেই দাবি জানাচ্ছি।