তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা
আবারও ঝড়ের ভ্রুকুটি বঙ্গ জুড়ে। কদিন আগে চলে গেছে বাঙালীর সেরা উৎসব দুর্গা পুজো।এবার শ্যামা পুজো।দুর্গ পূজো কে ঘিরে বাংলার আকাশ জুড়ে ছিল মেঘের ঘনঘটা।সপ্তমী অষ্টমীর আকাশ ঘিরে মেঘ বৃষ্টি খেলা করে গেছে।বৃষ্ট…
তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা
আবারও ঝড়ের ভ্রুকুটি বঙ্গ জুড়ে। কদিন আগে চলে গেছে বাঙালীর সেরা উৎসব দুর্গা পুজো।এবার শ্যামা পুজো।
দুর্গ পূজো কে ঘিরে বাংলার আকাশ জুড়ে ছিল মেঘের ঘনঘটা।সপ্তমী অষ্টমীর আকাশ ঘিরে মেঘ বৃষ্টি খেলা করে গেছে।বৃষ্টি তে ভিজে মানুষ ঠাকুর দেখেছেন।প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নেমেছিল।
প্রতিদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চ ঘিরে নানা ঝড় উঠেছে ও থেমে গেছে।ইডি সিবিআই এর জালে নেতা মন্ত্রী অনেকেই দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন।পশ্চিমবঙ্গ বাসী সে ঝড় দেখেছেন।পক্ষে বিপক্ষে বক্তব্য রেখেছেন।
কিন্তু কালী পুজো উপলক্ষে যখন বঙ্গ মাতছেন সেই সময় আবহাওয়া দপ্তরের হুঁশিয়ারি আবার ঝড় আসছে।লন্ডভন্ড হতে পারে পুজো।
যদিও ঝড়ের গতিপ্রকৃতি কি হবে তা এখনো জানা যায়নি। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণি ঝড় ঘনীভূত হবার খবর পাওয়া গেছে।
রাজনৈতিক ঝড় ও ঘূর্ণী ঝড়ে নাজেহাল বঙ্গবাসী।
কালীপুজোর কটি দিন বাংলা কাঁপিয়ে ঝড় আসবে কি আসবে না তা কদিন বাদেই পরিস্কার হবে।তবে সোমবার থেকে বাতাস দ্রুতগতিতে বইবে বলে আবহাওয়া দপ্তরের খবর।
ঝড় আসছে ঝড়।শ্যামাপুজোর কদিন কি ঝড়ে কাঁপবে বঙ্গবাসী।