Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেবরা জুভেনাইল হোমে ক্যুইজ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,ডেবরা,পশ্চিম মেদিনীপুর : রবিবার ডেবরা জুভেনাইল হোমে (চক্ কুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস) অনাথ,বিশেষ চাহিদা সম্পন্ন, দেশছাড়া ও সাজা প্রাপ্ত শিশু কিশোর দের নিয়ে হল অভিনব ক্যুইজ প্রতিযোগিতা।সুচারুভাবে ক্য…

 


 নিজস্ব সংবাদদাতা,ডেবরা,পশ্চিম মেদিনীপুর : রবিবার ডেবরা জুভেনাইল হোমে (চক্ কুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস) অনাথ,বিশেষ চাহিদা সম্পন্ন, দেশছাড়া ও সাজা প্রাপ্ত শিশু কিশোর দের নিয়ে হল অভিনব ক্যুইজ প্রতিযোগিতা।সুচারুভাবে ক্যুইজটি পরিচালনা করেন ক্যুইজ মাস্টার তথা শিক্ষক মণিকাঞ্চন রায় ও নরসিংহ দাস।প্রথমে হোমের চল্লিশ জন আবাসিকদের নিয়ে হয় প্রিলিমিনারি রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। প্রথম তিনটি টিমকে সুদৃশ্য ট্রফি ও বই দিয়ে পুরস্কৃত করা হয়।এরপর শুভানুধ্যায়ীদের সহযোগিতায় হোমের লাইব্রেরিতে আবাসিকদের উপযোগী শতাধিক বই তুলে দেওয়া হয় হোম কর্তৃপক্ষের হাতে।পুরো অনুষ্ঠানটির মূল আয়োজক শিক্ষক,সমাজকর্মী মৃত্যুঞ্জয় সামন্ত(অপু) বলেন "সমাজের সর্বস্তরের শিশুদের একই ভাবে শিক্ষার আলোতে রাখলে তবেই সমাজ সাম্য ও উৎকৃষ্ট ভবিষ্যত ভারত নির্মাণ হবে।তাই এধরনের উদ্যোগ।" এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন পাল,রক্তদান আন্দোলনের নেতৃত্ব জগদীশ মাইতি, শিক্ষক শান্তনু দে,আসেকুল রহমান,চিন্ময় বিষই, সমাজকর্মী রাজেশ বেরা,সুপ্রকাশ করণ প্রমুখ।সবশেষে হোমের উন্নতিকল্পে আয়োজকদের পক্ষ থেকে সাধ্যমত কিছু আর্থিক সাহায্যও করা হয়।