Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবির..

নিজস্ব সংবাদদাতা, রোহিনী,ঝাড়গ্রাম: .ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজি ক্লাবের উদ্যোগে রবিবার বহড়াদাঁড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং বিদ্যালয় প…


নিজস্ব সংবাদদাতা, রোহিনী,ঝাড়গ্রাম: .ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজি ক্লাবের উদ্যোগে রবিবার বহড়াদাঁড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত অন্যান্য মনীষীদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়‌। এবারের শিবিরেটি ষষ্ঠ বর্ষে পা দিল। এদিনের এই রক্তদান শিবিরে কয়েকজন মহিলা সহ মোট ৬৩ জন রক্তদাতা রক্তদান করেন।

ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্তৃপক্ষ এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভাগবৎ মান্না,প্রণব ধাউড়িয়া, অপূর্ব দত্ত,শিক্ষক সর্বেশ্বর মহাপাত্র,সুখেন্দু দে ,সুদীপ কুমার খাঁড়া , হীরক কুমার দত্ত , চিকিৎসক ডাঃ শুভব্রত পালোই ,ডাঃ অনন্ত কুমার জানাসহ অন্যান্য বিশিষ্ট জনেরা ‌এছাড়াও উপস্থিত ছিলেন ' আমারকার ভাষা আমারকার গর্ব ' গ্রুপের অন্যতম পরিচালক বিশ্বজিৎ পাল সহ সুবর্ণরৈখিক পরিবারের অন্যান্য সদসবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক দীপ্যমান দত্ত। ক্লাবের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের পত্রিকা সম্পাদক আশিষ কুমার খুঁটিয়া।ক্লাবের রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সুষ্ঠু ভাবে পরিচালনা করতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মানস জানা, সভাপতি রাজেশ দত্ত, সদস্য আশিষ কুমার খুঁটিয়া, ডা.স্বপন পাল,রাজীব দত্ত,মানস পৈড়া, কৌশিক দে সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ।