Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে লড়াই করার আহ্বান জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আগামী পঞ্চায়েত ভোটে একটিও আসন আমরা ছাড়বো না। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী দিতে দেয়নি। এবারের পঞ্চায়েত নির্বাচন "বিনা যুদ্ধে নেহি দেবো সূচগ্র মেদিনী।" আগামী পঞ্চায়েত নির্বাচনে ১ ইঞ্চিও জমি ছাড়বো না, আপনা…



আগামী পঞ্চায়েত ভোটে একটিও আসন আমরা ছাড়বো না। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী দিতে দেয়নি। এবারের পঞ্চায়েত নির্বাচন "বিনা যুদ্ধে নেহি দেবো সূচগ্র মেদিনী।" আগামী পঞ্চায়েত নির্বাচনে ১ ইঞ্চিও জমি ছাড়বো না, আপনারা তৈরি থাকুন। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট আমরা সেই ফুলেই উপহার দেব। তমলুক নিমতৌড়িতে কর্মী সম্মেলনে এসে পঞ্চায়েত প্রস্তুতি এক প্রকার দামামা বাজিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন পুলিশ সরে গেলে তৃণমূলে পার্টি অফিসে পতাকা তোলা কাউকে খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল নেতা জাকির হোসেনের মৃত্যু নিয়ে বলেন তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে, যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত এরকম ঘটনা ঘটবে।শীত পড়েছে ডিসেম্বরে সরকার কাঁপবে।


বিজেপির নবান্ন অভিযানে যাওয়ার সময় সোনাপেত‍্যা টোল প্লাজায় বিজেপি কর্মীর দের আটকানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেড়া সময় তৃণমূলের অঞ্চল প্রধানকে মারধরের ঘটনায় কয়েকদিন আগেই জেল থেকে জামিন পায় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের আজ ফুল এবং মালা পরিয়ে সংবর্ধনা জানান বিজেপি রাজ্য সভাপতি।

এরপর তমলুক থেকে বেরিয়ে মহিষাদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেয়।