Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় আদালতের নির্দেশ

কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে তদন্তে এলেন ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর  অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগারওয়াল,  কাঁথির মহকুমা শাসক রেনু সোগান,  তমলুকের ইঞ্জিনিয়ার…

 


কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে তদন্তে এলেন ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর  অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগারওয়াল,  কাঁথির মহকুমা শাসক রেনু সোগান,  তমলুকের ইঞ্জিনিয়ার সহ প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১২.১০ মিনিট নাগাদ কাঁথি কলেজে হাজির হন। সরাসরি কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে রুমে চলে যান। দরজা বন্ধ করে কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা।


বস্তুত, ২০১৭ সালের কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কোন টেণ্ডার ছাড়াই বিল্ডিং নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বিল্ডিং নির্মাণের অনৈতিক অভিযোগ তুলে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী আবু সোহেল।