Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টেলিফোন টাওয়ার বসানোর নামে ২৫ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার ১৫

টেলিফোন টাওয়ার বসানোর নামে ২৫ লক্ষ টাকার প্রতারণা, মহিলা পুরুষ মিলিয়ে ১৫ জন গ্রেপ্তার। তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক চারজনকে সাতদিনের পুলিশ রিমান্ড, এবং ১১ জনকে সাত দিনের জেল হেফাজত।
টেলিফোন টাওয়ার বসানোর নামে সাড়ে ২৫ লক্…


 টেলিফোন টাওয়ার বসানোর নামে ২৫ লক্ষ টাকার প্রতারণা, মহিলা পুরুষ মিলিয়ে ১৫ জন গ্রেপ্তার। তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক চারজনকে সাতদিনের পুলিশ রিমান্ড, এবং ১১ জনকে সাত দিনের জেল হেফাজত।


টেলিফোন টাওয়ার বসানোর নামে সাড়ে ২৫ লক্ষ টাকার দশ রূপের অভিযোগ কলকাতা বিধান নগর থেকে ১৫ জনকে গ্রেফতার করলো তমলুক সাইবার থানা। বুধবার গভীর রাতে তমলুক সাইবার ক্রাইম পুলিশ বিধাননগর উত্তর থানার বি ব্লক থেকে পাঁচজন মহিলা ও ১০ জন যুবককে গ্রেফতার করে। বৃহস্পতিবার জীতদের তমলুক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে তোলা হলে চারজনকে সাত দিনের পুলিশি হেফাজত, এবং ১১ জনকে সাত দিনের জেল হেফাজত দিয়েছে বিচারক। ২০২১ সালে ৫ই নভেম্বর নন্দকুমার থানার বইজ বেরিয়া গ্রামের সুরজিৎ তমলুক সাইবার ক্রাইম থানা এফআইআর করেন। প্রতারিত হওয়ার পর তমলুক সাইবার থানার দ্বারস্থ হন। প্রায় এক বছরের ব্যবধানে এই চক্রের ১৫ জনকে ধরতে সমর্থ্য হলো তমলুক সাইবার ক্রাইম থানার পুলিশ।


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন ধৃতদের কাছ থেকে ১০০ টি মোবাইল, ২০০ বেশি সিম কাড, বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রচুর সাধারণ মানুষ এই চক্রের দ্বারা প্রতারিত হচ্ছে দিনের পর দিন। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানান জেলা পুলিশ সুপার।