সৃষ্টি সাহিত্য যাপন ১২.১০.২২.
----কাসুন্দি !!
--চিনতে পারছিস?--না --এক রকমই তো আছি, শুধু বুড়ো হয়েছি।--জানি--নিমাইয়ের অত তাড়াতাড়ি মারা যাওয়াটা বড্ড শকিং ।--এদ্দিন বাদে কি শোক জানাচ্ছিস?--না ,ভাবছি আমি নিমাইয়ের জায়গায় হলেভবি…
সৃষ্টি সাহিত্য যাপন
১২.১০.২২.
----কাসুন্দি !!
--চিনতে পারছিস?
--না
--এক রকমই তো আছি, শুধু বুড়ো হয়েছি।
--জানি
--নিমাইয়ের অত তাড়াতাড়ি মারা যাওয়াটা বড্ড শকিং ।
--এদ্দিন বাদে কি শোক জানাচ্ছিস?
--না ,ভাবছি আমি নিমাইয়ের জায়গায় হলে
ভবিতব্যটা কি হত, মরতুম না বাঁচতুম !
-- বাজে কথার দরকার নেই
-- তুই তো তোর বিয়েতে আসতে দিস নি, কিন্তু নিমাই সনির্বন্ধ অনুরোধ করেছিল
আসার জন্য।
--তা অনুরোধ রাখিসনি কেন ?
--আসলে কি আমাকে আস্ত রাখতিস?
--এসেই দেখতিস!
--হ্যাঁ, নিমাইয়ের সামনে আমাকে 'কেলে' 'বেঁটে' ইত্যাদি বলার সুযোগটা পেতিস।
--(হেসে) মানছি, কিন্তু তখন তো রাগতিস না, আর পিছুও ছাড়তিস না।
-- একদম উল্টো, তুইই পিছু ছাড়তে দিতিস না।
--তা হঠাৎ এলি কোথ্থেকে, আর ঐ সব ইতিহাস ভূগোল পুরোণো কাসুন্দি কেন
ঘাঁটছিস ? সঙ্গে জুড়বি নাকি আবার ?
-- এঃ, তোর তো কাঁচা চুল বাছতে হবে ।
--তবু তোর মতো টেকো তো না !! বল পিঁড়িতে বসবি না সই করবি? না পরের বারের জন্যে অপেক্ষা করবি।
--ন্যাড়া যে, আবার বেলতলা ????!!!???
----&*&*&*---
--