সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: গদ্য কবিতাশিরোনাম: আগুনের চোখকলমে: প্রণব মাহাততারিখ: ১২/১০/২০২২
কিছুটা অন্ধকার,বাকিটা ধোঁয়াশাছন্ন, অনেকটা ছায়াবৃত... নাবালকের পকেটেও হিংসার মারাত্মক রসদ, ধারালো লোলুপতা, প্রথাগত ভাবেই জীবনধারণ, প্রতিদি…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ: গদ্য কবিতা
শিরোনাম: আগুনের চোখ
কলমে: প্রণব মাহাত
তারিখ: ১২/১০/২০২২
কিছুটা অন্ধকার,বাকিটা ধোঁয়াশাছন্ন, অনেকটা ছায়াবৃত...
নাবালকের পকেটেও হিংসার মারাত্মক রসদ, ধারালো লোলুপতা,
প্রথাগত ভাবেই জীবনধারণ, প্রতিদিন রঙ বদলায় চামড়া,
সংসারের ভঙ্গুর কাঠামোতে হামাগুড়ি দিয়ে দায় এড়ানো,
ছিন্নভিন্ন সমাজের শরীর হতে চুঁইয়ে পড়ছে রক্তরসের গন্ধ!
সবুজে বারুদ মাখামাখি,কিশলয়ের পাতা মাথা কুটে মরে,
কুসুমের ভ্রূণে তিথির বদল ঘটে, সম্ভাবনাময় জীবনেও ভীতি!
আমার সাধের চালতা গাছে ভীমরুল বাসা, কাঠবিড়ালী লেজ নাড়ে না আর,
শুকনো পাতার দেহ হতে খসেপড়া শিরা উপশিরা খাচ্ছে উপবাসি উইপোকা,
বিষণ্ণ সভাগৃহের স্ক্রিনে মুখ ঢেকে আছে নির্বোধ প্রজন্ম,
সম্পর্কের সুতো গুলি ঠুনকো হতে হতে মুচমুচে রোজ,
শান বাঁধানো ঘাটে পড়ে আছে চকচকে দুটি আগুনের চোখ...
__________________
( স্বত্ব সংরক্ষিত)