Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা: নিমজ্জিত সংশয়ে✍ সঞ্জয় কুমার পাল তারিখ: ১২/১০/২০২২ইংরেজী। *****************************আজ তো বেশ ভালোই আছি      কাল যে কেমন কাটবে,  এ সংশয়ে কাটছে যে দিন     কে কোন পথে হাঁটবে।
 দিনের পর আসছে দিন     প্রত…


 সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা: নিমজ্জিত সংশয়ে

✍ সঞ্জয় কুমার পাল 

তারিখ: ১২/১০/২০২২ইংরেজী। 

*****************************

আজ তো বেশ ভালোই আছি 

     কাল যে কেমন কাটবে,

  এ সংশয়ে কাটছে যে দিন 

    কে কোন পথে হাঁটবে।


 দিনের পর আসছে দিন

     প্রতিটি দিনই ভিন্ন,

কোনদিন আসে বিভীষিকা হয়ে 

    কোন দিন হয় অনন্য।


মানুষের মন দ্রুত পাল্টাচ্ছে 

     আশ্বাসে নেই বিশ্বাস, 

কার যে আসছে অন্তিম সময়

   ফেলবে শেষ নিঃশ্বাস। 


আমি তো চাই সুখের মরণ

  স্মৃতি হয়ে বেঁচে থাকতে,

আমার যতো মহৎ কাজ আছে 

   মানুষের কাজে লাগতে। 


    মানুষ হয়ে জন্মে যারা 

   মনুষ্যত্বের করে অপমান, 

ভাবছি হবে কি বোধোদয় তাদের 

  পাল্টাবে কি হীন মনোষ্কাম। 


প্রজন্মের পর প্রজন্ম আসবে

     তাদের শক্ত ভিত চাই, 

  বর্তমানের আদল দেখলে

    আঁতকে উঠি, ভয় পাই।


মাথা থাকলেই ব্যথা থাকবে 

   এ কথাটা ফেলনা নয়,

  তাইতো মনে এতো শঙ্কা 

   প্রতিদিনই বাড়ছে ভয়।

              ********