সৃষ্টি সাহিত্য যাপন
তুমি ছঁয়ে গেলে.....
বৃষ্টি ভেজা এক সকালেশিউলি ফুলের গন্ধ নিয়েহঠাৎ করে তুমি কেনোমনের কোণের বুড়ি ছুঁলে
সারা সকাল জুড়ে আমারএলো মেলো এলো মেলোঅকারণে ঘুরে ঘুরেকত কথা মনে এলো
সে কথাতে মিষ্টি ছোঁয়া সেই কথাতে কিশোর…
সৃষ্টি সাহিত্য যাপন
তুমি ছঁয়ে গেলে.....
বৃষ্টি ভেজা এক সকালে
শিউলি ফুলের গন্ধ নিয়ে
হঠাৎ করে তুমি কেনো
মনের কোণের বুড়ি ছুঁলে
সারা সকাল জুড়ে আমার
এলো মেলো এলো মেলো
অকারণে ঘুরে ঘুরে
কত কথা মনে এলো
সে কথাতে মিষ্টি ছোঁয়া
সেই কথাতে কিশোর ধোয়া
মন হারানো স্বপ্ন কত
অকারণে মনে এলো
হারানো সেই সন্ধ্যা সকাল
হারানো পথ,হারানো পল
হারিয়ে যাওয়া সুগন্ধিরা
মনের তণু ছু্য়ে গেলো
কিছু কিছু দিন এমনই
অযাচিত স্বপ্ন আসে
স্বপ্ন মাঝে তুমি এলে
ভালোবাসা খানিক বাঁচে।।
৷৷৷৷৷৷৷৷৷ কৌশিকী (১০/১০/২২)