Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম# এমন ভাবে চলোকলমে# তৃপ্তি রায়চৌধুরী১৭/১০/২০২২__ __ __ __ __ __ __ __চলো এমন ভাবে, যেন অহংকার তোমাকেএতটুকু স্পর্শ না করে। 
এতটা আঘাত হেনো না কারো বিশ্বাসে, যে তোমার গায়ে বেঈমান এর তকমা টা লাগিয়ে দিতে পা…

 


সৃষ্টি সাহিত্য যাপন


শিরোনাম# এমন ভাবে চলো

কলমে# তৃপ্তি রায়চৌধুরী

১৭/১০/২০২২

__ __ __ __ __ __ __ __

চলো এমন ভাবে, যেন অহংকার তোমাকে

এতটুকু স্পর্শ না করে। 


এতটা আঘাত হেনো না কারো বিশ্বাসে, 

যে তোমার গায়ে বেঈমান এর তকমা টা লাগিয়ে দিতে পারে। 


হাসো এমন করে, যেন তোমার হাসি দেখে, 

এক নিমেষে কেউ নিজের দুঃখ ভুলে যায়। 


হিংসা তাকেই করো, যে সমাজের আর্ত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে নির্দ্বিধায়। 


চলার পথে স্বার্থপরতার কাঁটা বিঁধলে,

তাকে উপড়ে, লাগিয়ে নিও পরার্থপরতার মলম। 


অমানবিকতার বিরুদ্ধে, প্রতিনিয়ত সোচ্চার হোক

তোমার প্রতিবাদী কলম। 


নিজেদের বিদ্বেষে যারা কেড়েছে নীরিহ মানুষের প্রান, 

তোমার ঘৃণা টুকু থাকুক

শুধু তাদের জন্য। 


প্রতিদানের হাতটা রেখো তার দিকেই প্রসারিত, 

যে তোমার উপকার করতে, 

কখনো করেনি কার্পণ্য। 

_____ _____ _____ ____

     ________________