Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: গদ্য কবিতাশিরোনাম: মৃত চোখের অশ্রুকলমে: প্রণব মাহাততারিখ: ২০/১০/২০২২
মৃত্যুর পরেও অনেক কর্তব্য থাকে, অনেক জমানো ভালোবাসা... পৃথিবীর কোলাহল জেগে থাকে বুকে প্রদীপের মতো নিভৃতে, চোখের তারায় রাত্রির শেষ চিহ…


 সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ: গদ্য কবিতা

শিরোনাম: মৃত চোখের অশ্রু

কলমে: প্রণব মাহাত

তারিখ: ২০/১০/২০২২


মৃত্যুর পরেও অনেক কর্তব্য থাকে, অনেক জমানো ভালোবাসা... 

পৃথিবীর কোলাহল জেগে থাকে বুকে প্রদীপের মতো নিভৃতে, 

চোখের তারায় রাত্রির শেষ চিহ্নের মতো আঁকা থাকে জীবনের প্রেম, 

মরুভূমির শরীরে জড়ানো চাঁদের আলোর মতই চকচকে স্মৃতি, 

অব্যক্ত বাসনা বিকেলের শান্ত নদীর মতো মৃত্যুর প্রেমিকা সাজে, 

হলুদ শাড়ির গায়ে গেঁথে থাকা অবাঞ্ছিত চোর কাঁটার মতোই 

খোঁচা মারে জীবনের অভিলাষ... 

না পাওয়ার বেদনা ধূমায়িত কুয়াশা হয়ে পিছু নেয় পরপারের পথে, 

এলোমেলো ভাবনা হৃদয়ের সিন্দুক হতে মুক্তি পায়, মিশে চিতার আগুনে... 

বলিষ্ঠ রাত্রির শরীর হতে ঝরে পড়া আঁধারের সাথে আমি মিশে যায়! 

বঙ্গোপসাগরের তীরে বসে ব্যাকুল আত্মা বুক চাপড়ায়, 

বিলুপ্ত হৃদয়ের ভালবাসা আমার মৃত চোখে অশ্রু হয়ে ঝরে। 

              __________________

(স্বত্ব সংরক্ষিত)