Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম--আষাঢ়স্য প্রথম দিবসেকলমে--নীতা কবি মুখার্জী19/10/2022
আষাঢ়স্য প্রথম দিবসে মনে জাগে কতো নব আশাকাছে আসবে তুমি আমার, অন্তরে থাকবে ভালোবাসা।
সারাদিন শুধু রম্ ঝম্ ঝম্ অবিশ্রান্ত বারি ধারাবৃষ্টি-ফোঁটায় সিক্ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন


শিরোনাম--আষাঢ়স্য প্রথম দিবসে

কলমে--নীতা কবি মুখার্জী

19/10/2022


আষাঢ়স্য প্রথম দিবসে মনে জাগে কতো নব আশা

কাছে আসবে তুমি আমার, অন্তরে থাকবে ভালোবাসা।


সারাদিন শুধু রম্ ঝম্ ঝম্ অবিশ্রান্ত বারি ধারা

বৃষ্টি-ফোঁটায় সিক্ত বসনে মন যেন হয় আকুল পারা।


কালো মেঘ শুধু ভেসে ভেসে যায় দূর হতে আরো বহু দূরে

বর্ষা-রানীর আগমন বার্তা জানায় মিঠে  সাত-সুরে।


ডালে বসে ডাকে ডাহুক-ডাহুকী, কতো প্রেম প্রেম খেলা করে

ভিজে কাক যেন খুঁজে ফেরে তার অতি আপনার প্রেমিকটিরে।


বর্ষা এলো, মনে লাগে দোলা, মন চলে যায় কোন গাঁয়ে

যেখানে পরীরা ঝংকার তোলে সাত শৃঙ্গারে নূপুর পায়ে।


আকাশের পানে চেয়ে দেখি সে যে সুন্দর এক সাজ সাজে

আপন পিয়ারে কাছে টেনে নেয়, কোনো বাধাই সে মানে না যে।


আকাশ আর মাটি মিলেছে যেখানে দিগন্তরেখা পারে

সেখানে ফুটেছে পারিজাত ফুল দূর হতে বহুদূরে।


সেই স্বর্গের পারিজাত বনে বিহগেরা কত খেলা করে

ছোট ঝর্ণার কল-কলতান সবারেই মুগ্ধ করে।


আষাঢ়স্য প্রথম দিবসে চলো সখা, আজ সেখানে যায়

তোমাতে আমাতে মিলবো গোপনে চুপিসাড়ে আর মৃদু-মৃদুপায়‌।


Copyright@nitakabi

1/7/2022