'জনকন্ঠ '- কৌশিক গাঙ্গুলি । সাদা পতাকা উড়িয়েছি তবু কেন এত অশান্তি মাতৃভূমিতে , আমাদের নিয়ে ছেলেখেলার অধিকার কে দিয়েছে তোমাদের ? কেন করো ধর্ম নিয়ে রাজনীতি প্রত্যেকে ? জবাব দাও , জবাব চাইছে মানুষ কোন দল নয় ... শান্তিহীন রা…
'জনকন্ঠ '- কৌশিক গাঙ্গুলি ।
সাদা পতাকা উড়িয়েছি তবু
কেন এত অশান্তি মাতৃভূমিতে ,
আমাদের নিয়ে ছেলেখেলার অধিকার কে দিয়েছে তোমাদের ? কেন করো ধর্ম নিয়ে রাজনীতি প্রত্যেকে ?
জবাব দাও , জবাব চাইছে মানুষ কোন দল নয় ...
শান্তিহীন রাতে ঘুম নেই ,
এত রক্ত , এত বিদ্বেষ !
ভালবাসা নেই ,
নেই কোন উদারতা , মানবতা ।
স্বার্থের ঘুর্নিঝড়ে হারিয়ে গেছে বিবেক ।
সাদা পতাকা উড়িয়েছি তবু
হিংস্রতার আগুনে জ্বলছে দেশ