Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: " বিদায়"কলমে:    পামেলা রায়০৫/১০/২২
দুগ্গী যাবে চলে আজ স্বামীর ঘর.....ভবঘুরে স্বামী ; কৈলাসে শ্মশানে ,শ্মশানে,পিতৃগৃহ শান্তির নীড় , দুগ্গী বড় অস্থির।ব্যাকুল হয় চিন্তনে , আদি দেবের না পাওয…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম: " বিদায়"

কলমে:    পামেলা রায়

০৫/১০/২২


দুগ্গী যাবে চলে আজ স্বামীর ঘর.....

ভবঘুরে স্বামী ; কৈলাসে শ্মশানে ,শ্মশানে,

পিতৃগৃহ শান্তির নীড় , দুগ্গী বড় অস্থির।

ব্যাকুল হয় চিন্তনে , আদি দেবের না পাওয়া সংবাদে,

যত্ন যে হয়না চার দিবানিশি.....

দুগ্গী চলল ,চার ছেলে মেয়ে আর বুড়ো যম সাথী,

ভুবন ভরা প্রফুল্লতা , মানব সব হর্ষচিত্ত....

নবমী নিশির শেষ প্রভা ,মন কেমনের পালা।

অপেক্ষিত ভুবনবাসীর, সমাপ্ত দিবস আজ,

বিষাদ ঘন হৃদয়গুলি মাতে বিদায় বরণে.....

সিঁদুর খেলায় ব্রহ্মা তুষ্ট, রক্তিম প্রভা চির অক্ষয়।

সকল সধবার অভিপ্ষ তাই।

দুগ্গীর সাথে চলে উচাটন মন,

বছর পরে সান্ত্বনা টুকুই সম্বল।

আবারো অন্ধকার নিশির নিকষ কালো যবনিকা....

অবলোকিত হবে আর্তের মুখে,

দিনযাপন যে বড় জ্বালাময়।

দুগ্গী তুই এই আশীর্বাদ কর,

সন্তান সব যেন দুধে ভাতে থাকে।

নিরন্ন ,নিরাশ্রয় ,বিবস্ত্র, বঞ্চিত সকলকে করিস দান।

আসিস তুই বছর পরে, সবার মুখে হাসি নিয়ে,

সাকার রূপে পূজা নিলি, নিরাকার রূপে অন্তরে থাকবি বছরভর।

অশুভ যত কিছু নিয়ে যাস, শুভ সব রেখে যাস,

দুগ্গী তুই আসবি বছর পর, হাসি মুখে জানাই বিদায় অভিবাদন।