সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:- ঘুমের ঘোরে ঘুমের দেশেকলমে- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য তারিখ:-১২/১০/২০২২
ঘুমের মাঝেই ঘুমের দেশে---তুমি চলেই গেলে অবশেষে ;রইলো পড়ে ধরার ধুলায়স্বপ্নের গড়া সোনার সংসার...!
সকাল সন্ধ্যা রোজ দু'বেলা ---চ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:- ঘুমের ঘোরে ঘুমের দেশে
কলমে- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
তারিখ:-১২/১০/২০২২
ঘুমের মাঝেই ঘুমের দেশে---
তুমি চলেই গেলে অবশেষে ;
রইলো পড়ে ধরার ধুলায়
স্বপ্নের গড়া সোনার সংসার...!
সকাল সন্ধ্যা রোজ দু'বেলা ---
চাইবে কে আর চা পেয়ালা ?
সকল কিছু আজকে নিঝুম
মোর দুনিয়া নীরব অন্ধকার ।
তোমার দেওয়া এই যে জীবন
তোমায় ছাড়া মিছেই ভুবন ---
তবুও আমায় সইতে হোলো
অনল সম পিতৃ-বিয়োগ ব্যথা !
মা যে আমার পড়লো ভেঙে
'মায়ের' পায়ের সিঁদুরে রেঙে,
আজ তোমাদের সাঙ্গ হলো
জমিয়ে রাখা না বলা কথা।
হঠাৎ আমি অতি ভাগ্যহত ,
ভঙ্গ হোলো মোর স্বপ্ন যত;
মেনে নিতে বড় কষ্ট যে হয়
আঘাত পেলাম আজকে কত!
যখন ছিলাম ছোট্ট অতি,
শিক্ষায় -সুখে শুদ্ধ মতি;
দেখেছিলে আমার চোখে
হাজার তারার দিব্য জ্যোতি।
প্রতিদিনের মতোই আজও--
শেষ টি করে সকল কাজও ;
চিরনিদ্রায় রইলে শুয়ে.....
ঘাঁটলো নাকো একটু সাজ ও।
পেতাম যদি সময় সুযোগ!
চিকিৎসার করি যোগাযোগ --
হৃদয় তোমার স্তব্ধ হলো
করলে মৃত্যুটাকে উপভোগ ।।
[ এক হতভাগ্য সন্তানের আকস্মিক
পিতৃ বিয়োগের অনুভূতি]