সৃষ্টি সাহিত্য যাপন
হড়পা বান
লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডলতারিখ -11/10/20225
বুকের মাঝে হড়পা বানধেয়ে আসে যখন তখন শোনে না কোন বারন!
বুকের মাঝে ভরাব্যথার পাথর নেই আর কাদা মাটিতাই জলের আঘাতে আর হয় না কোন জলাশয়ের সৃষ্টি-শুধু সে ব…
সৃষ্টি সাহিত্য যাপন
হড়পা বান
লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল
তারিখ -11/10/20225
বুকের মাঝে হড়পা বান
ধেয়ে আসে যখন তখন
শোনে না কোন বারন!
বুকের মাঝে ভরা
ব্যথার পাথর
নেই আর কাদা মাটি
তাই জলের আঘাতে আর
হয় না কোন জলাশয়ের সৃষ্টি-
শুধু সে বয়ে চলে নিরবধি
জমা আছে কেবল অজস্র
অভিমানের ,
নুড়ি আর নুড়ি-
প্রকৃতি আর মানুষ
যেন একই রকম
প্রকৃতি কেবল কথা বলতে পারে না-
সে সয়ে যায় মানুষের সীমাহীন
নির্যাতন
তবে সময় হলে
সে ও নেয়
প্রতিশোধ-
শুধু প্রতিশোধের ধরন টা অন্য রকম-
নীরব নিস্পলক চোখে সে ও দেখে
তাই বুঝি
সে তার পথে চলে
অভিমান বুকে নিয়ে -
অন্যের তৈরি করা পথে
সে কি হাটে ?
মাল নদীতে ঘটলো
যে অঘটন
সে ঘটনা তো বড় উদাহরণ।
বিসর্জনের রাতে শুনছিলাম
কত কত বিসর্জনের কাহিনী
সব শুনে বুকের মাঝে কেবল
হাহাকার ধ্বনি-
একে কি জীবন বলে!
শুরু হবার আগেই শেষ
জীবনের চলার গতি।
অদ্ভুত !
লোভ লালসা আজ চরম সীমানায়
পৌঁছে গেছে ।
মানুষ আজ মনুষ্যত্ব বোধ হারিয়ে
ফেলছে-
ন্যায় নীতি
কোন কিছুর ধার ধারে না ।
সীমাহীন বিপর্যয় সমাজের বুকে
যেন এক কালো ছায়া গ্রাস করেছে
জীবনের শিরা উপশিরায় ।
বড় ভয় হয়
এই ভাবে বুঝি
সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে
, হড়পা বানে !
এটা প্রকৃতির নিয়ম-
এই ভাবে শেষ হবে মানব সভ্যতা।
সভ্যতা মানে তো
শালীনতা
সভ্যতা মানে তো
উন্নত শিক্ষা ব্যবস্থা
সভ্যতা মানে তো
উন্নত কৃষি ব্যবস্থা
উন্নত কৃষ্টি।
সভ্যতা মানে এই নয় যে
হবে,
বেপরোয়া জীবন যাত্রা ।
চাই না এমন সভ্যতা-
যে সভ্যতায় প্রিয়ার চোখে জল
ঝরে-
যে সভ্যতায় বুকের মাঝে দহন হয়।
যে সভ্যতায় লজ্জায় মুখ ঢাকতে হয়।
যে সভ্যতায় সংসার ভেঙে যায় ।
এমন সভ্যতা কাম্য নয় ।
এমন বিসর্জন আর চাই না
যে বিসর্জনে মানুষের হয় বিসর্জন ।