Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - গোপন করার কিছুই নেইকলমে - রবীন্দ্রনাথ প্রধানতারিখ - ১২/১০/২০২২
গোপন করার কিছুই নেই।গুমোট বাতাস সর্বদাই।মন খারাপের মেঘগুলো ছায়া ফেলে যায় সমাজ নদীর বালুচরে।মনে একটা কষ্ট তাই তো সদাই বিরাজ করে।
গোপন করা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - গোপন করার কিছুই নেই

কলমে - রবীন্দ্রনাথ প্রধান

তারিখ - ১২/১০/২০২২


গোপন করার কিছুই নেই।

গুমোট বাতাস সর্বদাই।

মন খারাপের মেঘগুলো 

ছায়া ফেলে যায় সমাজ নদীর বালুচরে।

মনে একটা কষ্ট 

তাই তো সদাই বিরাজ করে।


গোপন করার কিছুই নেই।

লোক দেখানো যারপরনাই।

সেজেগুজে পটের বিবি

দিচ্ছে জানান সুখের উপস্থিতি।

আসলে বুকে চেপে কষ্ট 

পেতে চাই মোরা সুখের অনুভুতি।


গোপন করার কিছুই নেই।

মনের ভেতর অসহিষ্ণুতাই

বিরক্তির মেঘ সৃষ্টি করে।

ব্যস্ত সবাই সর্বদাই।

খুঁজছে কখন বৃষ্টি ঝরে,

হালকা হয়ে ঘুরে বেড়াতে পারে।


গোপন করার কিছুই নেই।

হালকা হতে কি না করে?

নেশা করে বেড়ায় ঘুরে।

সুখের আশায় 

খুঁজে বেড়ায়

হেথায় হোথায় -

আনন্দ আর স্ফূর্তির ডেরায়।

হালকা কি হতে পারে সেথায়?

ভারি হয়ে বাড়ি ফেরে।


গোপন করার কিছুই নেই।

চাকরি পাবার জো নেই,

ব্যবসা করার পুঁজি নেই,

ভাঙন ধরা মনোবল তাই,

মানবিকতা নির্বাসনে।

কোন নির্যাস শুঁকলে পরে

মনের স্বাস্থ্য আসবে ফিরে?


গোপন করার কিছুই নেই।

শিক্ষার আজি অঙ্গহানি।

সবার চোখে পড়েছে ছানি

তাই তো মোদের নেইকো গ্লানি।

কবে যাবে গ্লানির কারণ?


কবে পাবো জীবন শিক্ষা,

কবে পাবো সঠিক দীক্ষা,

কবে মনে হালকা হবো,

লোক দেখানো সভ্যতা

কখন যাবে দূরের বনে,

কবে বইবে সতেজ বাতাস

গান কখন আসবে উতলা মনে?