Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"সৃষ্টি সাহিত্য যাপন"
মিথ্যে বা ভুল বলিনি একটুও    মনোজ কুমার রথ (শ্রীমান অকুলীন)       (২৩ আশ্বিন,১৪২৯; 10-10-2022)------------------------------------------------------------------------
যত দেখি অবাক হয়ে যাই, যেন প্রথমদ…

 


"সৃষ্টি সাহিত্য যাপন"


মিথ্যে বা ভুল বলিনি একটুও

    মনোজ কুমার রথ (শ্রীমান অকুলীন)

       (২৩ আশ্বিন,১৪২৯; 10-10-2022)

------------------------------------------------------------------------


যত দেখি অবাক হয়ে যাই,

 যেন প্রথমদিকের সে-ই নির্বাক চলচিত্র!

 চিত্ত নৃত্য করে,

 আজীবন ভৃত্য সেজে রইবে বলে মন!!

 

 ওগো প্রতিভাময়ী, তুমি প্রেয়সী হও,

 ওগো প্রেমময়ী, তুমি প্রেরণাদাত্রী হও,

 ওগো ব্যক্তিত্বময়ী, তুমি বউটি হও...

 শতজন্মেও শুধুই আমার...


 খামারবাড়ির মতো মন,

 গোলাভর্তি প্রেম,

 ধামাভর্তি সোহাগ, 

 কোনায় কোনায় সুখ,

 কণায় কণায় ভালবাসা গমদানার মতো...

 শুধুমাত্র তোমার জন্য।


চল, বন্য সাজি...

প্রস্তরযুগীয় যাপন করি অরণ্যের কোনো গোপন গুহায়,

তুমিও নির্বাক হয়ে যাও...

দূর্বিপাকে পড়ে যেন খেই না হারিয়ে ফেলে জীবন;

দু'জনেই মাঝে মাঝে পাথর হয়ে যাই,

আকস্মিক প্রয়োজনীয় ঝড় উঠুক...

টোকা লেগে জ্বলে উঠুক কনকচাঁপা আগুন;

নইলে চল হাঁস হয়ে যাই,

পরিযায়ী হংসমিথুন সুদূরে কোনো নির্জন নদীর চরে।


যতই দেখি অবাক হয়ে যাই!

কখনও বলি নদী হয়ে যাও,

কখনও ঊর্মি;

কখনও বলি হাঁস হয়ে যাও,

কখনও বন্য বিহঙ্গিনী;

কখনও বলি প্রজাপতি হয়ে যাও,

কখনও ফুল......

ভুল বলিনি একটুও,

ওই কুমোরটুলির দুগ্গা প্রতিমার মতো মুখে তুমি... 

প্রতিভাময়ী,

ব্যক্তিত্বময়ী,

শক্তিদায়িনী,

শান্তিদায়িনী...

প্রেয়সী হয়ে যাও......অর্ধাঙ্গিনী...বউ...

পুরো জীবনটাই সঁপে দেবো তোমার হাতে;

মিথ্যে বলিনি একটুও।


                                     *** ***

                                      ম.কু.র.