Page Nav

HIDE

Post/Page

May 17, 2025

Weather Location

Breaking News:
latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম : অভিশপ্ত, আমি খেঁজুর গাছকলমে : প্রদীপ দেবনাথতারিখ : ১০/১০/২০২২
বেঁচে আছি আজও আমি।ঘাতক শিউলির ধারালো অস্ত্রের আঘাতশেষ করতে পারেনি আমার প্রাণ।কুপিয়ে কুপিয়ে যন্ত্রণায় জর্জরিত করলেওএখনো নিচ্ছি বাতাসের ঘ্রাণ।
বেঁচে আছি আজও আমি।…

 


শিরোনাম : অভিশপ্ত, আমি খেঁজুর গাছ

কলমে : প্রদীপ দেবনাথ

তারিখ : ১০/১০/২০২২


বেঁচে আছি আজও আমি।

ঘাতক শিউলির ধারালো অস্ত্রের আঘাত

শেষ করতে পারেনি আমার প্রাণ।

কুপিয়ে কুপিয়ে যন্ত্রণায় জর্জরিত করলেও

এখনো নিচ্ছি বাতাসের ঘ্রাণ।


বেঁচে আছি আজও আমি।

ক্ষয়িষ্ণু রুগ্ন দেহে, ধুঁকে ধুঁকে,

শরীরের প্রতিটি কোষকে অনেক অনুরোধ করে।

আমার শিরা, উপশিরা ছিঁড়ে কেটে ফালাফালা,

তবুও বেঁচে, ছেঁড়া শিরায় মাটির রস ভরে। 


বেঁচে আছি আজও আমি।

অঙ্গে প্রত্যঙ্গে বয়ে বেড়াচ্ছি জীবনের হাহাকার।

দেহের সকল রক্ত বিন্দু দিতে হচ্ছে বিলিয়ে।

তোমাদের জন্য বলি হচ্ছি রোজ, 

যাবেনা এ তাপ কখনো মিলিয়ে।


বেঁচে আছি আজও আমি।

কুপিয়ে কুপিয়ে আমায় করছে মৃত্যুমুখী।

যন্ত্রণায় রুধিরাশ্রু ঝরাই চিরে দেওয়া বুক থেকে।

তবুও ন্যুব্জ দেহে দাঁড়িয়ে, মাটির গৌরব।

বিমূঢ় মন ঢাকি অনন্ত নিষ্ফল শোকে।