Page Nav

HIDE

Post/Page

May 24, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা ---দৃষ্টি রক্ষণ হও সচেতন কলমে ----সুখেন্দু ঘোড়ই তারিখ ----১২/১০/২০২২ 
মায়ের কোলে চোখটি খুলে প্রথম দেখি আলো দৃষ্টি বিনে দিন দুনিয়ায় সকল কিছু কালো। চোখের দয়ায় দৃশ্য বিশ্ব চোখ সকলের মিত্র চোখ আছে তাই আঁকযে …



সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা ---দৃষ্টি রক্ষণ হও সচেতন 

কলমে ----সুখেন্দু ঘোড়ই 

তারিখ ----১২/১০/২০২২ 


মায়ের কোলে চোখটি খুলে প্রথম দেখি আলো 

দৃষ্টি বিনে দিন দুনিয়ায় সকল কিছু কালো। 

চোখের দয়ায় দৃশ্য বিশ্ব চোখ সকলের মিত্র 

চোখ আছে তাই আঁকযে ভাই চেতনার চালচিত্র। 

চোখ আমাদের মন ক্যামেরা চোখ জীবনের আয়না 

চোখ নেই যার দুঃখ তাহার ধরুক যতই বায়না। 

চোখের যত্নে হও সচেতন জানো রোগের কারণ 

ডাক্তার সাথে পরামর্শ মতে করো পথ অনুসরণ। 

বয়সজনিত গ্লুকোমা ছানি ডায়াবেটিক সাথে রেটিনোপ্যাথি 

আঘাতকারণে ট্রাকোমা মাতনে হতেও পারে ভিটামিন ঘাটতি। 

ছোট মাছ শাকসবজি সাথে খাও হলুদ ফলমূল 

পুষ্টিখাবার দিনের আহার করতে ব্যায়াম হয়না ভুল। 

রক্তচাপ স্বাভাবিক রাখ ধুমপান থেকে হও বিরত 

মোবাইল ল্যাপটপ টিভি ব্যবহার কর যথা নিয়মমত। 

বিশ্বস্বাস্থ্য সরকার সাথে সামাজিক সাংস্কৃতিক নানা প্রতিষ্ঠান 

সফল করতে সবাই মাতে অন্ধত্ব নিবারণ সচেতন অভিযান। 

চোখযে সবার পরম রত্ন যত্ন নিওগো ভাই 

নিজের জীবন রাখতে সুস্থ সচেতন হওয়া চাই।