Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন #চোখ_খোলা_মুখোশ 
#দীপকমুখোপাধ্যায় ১৬|১০|২০২২
এত বয়স হ'য়ে গেল, তবুও আমাকে আজকাল একটা মুখোশ প'ড়িয়ে রাখা হয় ঘরের ভেতর বাইরে কোথাও গেলে অন্য একটি মুখোশ জোটে সব সময়ই একটা মুখোশ প'ড়ে থাকতে হয় এটা…



 (সৃষ্টি সাহিত্য যাপন 

#চোখ_খোলা_মুখোশ 


#দীপকমুখোপাধ্যায় 

১৬|১০|২০২২


এত বয়স হ'য়ে গেল, তবুও 

আমাকে আজকাল একটা মুখোশ প'ড়িয়ে রাখা হয় ঘরের ভেতর 

বাইরে কোথাও গেলে অন্য একটি মুখোশ জোটে 

সব সময়ই একটা মুখোশ প'ড়ে থাকতে হয় 

এটাই নির্দেশ ।

আমি কাউকেই বিরক্ত করতে চাই না মন থেকে

তাও স্বভাব আর অভ্যেসটা আমার এখনও গেলনা 

সুযোগ পেলেই মুখোশ খুলে খুলে যায়। 

মাঝে মাঝেই সামাজিক ভারসাম্য নষ্ট হয় বুঝি 

তাই ওরা চায় আমি যেন একটা মুখোশ প'ড়ে থাকি 


চোখ খোলা মুখোশ 

কিসের মুখোশ তা জানার উপায় নেই 

ওরা কেউ বলে নি আমাকে কোনোদিন 

কিন্তু আমার মন আর শরীরের ভিতর 

কৈশোর আর যৌবনের যে টাট্টু ঘোড়াগুলো টগবগিয়ে দৌরাত্ম্য দেখায় 

তাদের থামাবে কে 

মুখোশ কি তা পারে? 


সোমদত্তা তুমিই বলো 

চন্দ্রগুপ্তও কি পেরেছিলেন?

তুমিই তো তাকে শেষপর্যন্ত বাঁচিয়েছিলে অগ্নিময় শ্মশানপুরী থেকে। 


সবাই তো তথাগত-র মূর্তি বাড়িতে রাখে 

কিন্তু নির্বাণ লাভের জন্য 'কজন ভিক্ষু হবার মুরোদ রাখে? 


*********