Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:প্রস্থানকলমে: বিমান বিশ্বাসতারিখ:১৮_১০_২০২২
তোমাকে কবিতায় এঁকেছি কতবার। তুমি ধ্রুবতারা হয়ে এসেছো,ফিরেও গেছো। বোঝাতে পারিনি প্রেম একবারই স্পর্শ করে মানুষের মন।পথ চলা তার সময়ের হাত ধরে সাগরের নীল জলে ভে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:প্রস্থান

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:১৮_১০_২০২২


তোমাকে কবিতায় এঁকেছি কতবার। তুমি ধ্রুবতারা হয়ে এসেছো,ফিরেও গেছো। বোঝাতে পারিনি প্রেম একবারই স্পর্শ করে মানুষের মন।পথ চলা তার সময়ের হাত ধরে সাগরের নীল জলে ভেসে।কখনও সে ডুব সাঁতার কাটে অভিমান ভালোবেসে। যেখানে জোছনার ছায়া পড়ে না, যেখানে যাত্রীর অভাবে নদীর জলে সাঁতার কাটে না নৌকোর ফলা,নির্জন রাতের বাতাস গায়ে মাখে না পথিকেরা সেখানেই প্রেমিক প্রেমিকা আপন মনে করে তারা হৃদয়ের বেচাকেনা। তারপর দিনের রোদ ঘন হয়ে এলে হাওয়ার সমুদ্রে সেতু গড়ে ভালোবাসার ঘরবাড়ি চোখের জলে।যারা ভেবেছিল বলবে মনের কথা,অতীত চিঠিই হবে জীবনের ধ্রুবতারা তারা আজ বেলুনের মতো উড়ে গেছে অব্যক্ত বিষন্নতার সুখ নিয়ে গোপন অভিসারে অজান্তে ব্যথার রঙ ভালোবেসে।যে নাবিক একা বেয়ে গেছে সাগর ডিঙিয়ে,যেনে রেখো অহংকার লিখে যায় তারা পৃথিবীর দেওয়ালে। কতটুকু প্রেমের শিকড় আমরা গেঁথে দিতে পারি ভালোবাসার বুকে? কতটুকু ভালবাসি আমরা ভুলের প্রস্থান?


© বিমান