Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা ----শীতের স্মৃতি রসের প্রীতি কলমে ----সুখেন্দু  ঘোড়ই তারিখ ----১৯/১০/২০২২ 
শীতল ভোরে ঘুমের ঘোরে শীতের আলতো ছোঁয়া হিমের পরশ লাগছে সরস শিশির সিক্ত ধোঁয়া। আঁধার ফুরায়ে আলোর দুয়ারে একটু আশা রেখেছে ছড়ায়ে পথটি …

 


সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা ----শীতের স্মৃতি রসের প্রীতি 

কলমে ----সুখেন্দু  ঘোড়ই 

তারিখ ----১৯/১০/২০২২ 


শীতল ভোরে ঘুমের ঘোরে শীতের আলতো ছোঁয়া 

হিমের পরশ লাগছে সরস শিশির সিক্ত ধোঁয়া। 

আঁধার ফুরায়ে আলোর দুয়ারে একটু আশা 

রেখেছে ছড়ায়ে পথটি জুড়ায়ে হালকা কুয়াশা। 

উদার ভানু বাড়ায়ে তনু ওঠে পূবাকাশে 

শালিক বুলবুলি করে কোলাকুলি মুচকি হাসে। 

পথের ধারে গাছের সারে ঐ গাছি ভাই 

বাঁধের বাঁকে কলসি ঝাঁকে পথচলা তাই। 

কাঁধে নিয়ে যায়যে ধেয়ে খেজুররসের হাঁড়ি 

"রস নেবেগো,রস নেবেগো' ঘুরবে বাড়িবাড়ি। 

রসের কথা পড়লে মনে জিভে দেয় সুড়সুড়ি 

এক গেলাসে মনপলাশে দেয়যে প্রাণটি জুড়ি। 

শীতসকালে রুটির থালে কেমন রূপটি ঝোলা 

নলেন গুড়ের পিঠে পায়েস যায়না কভু ভোলা। 

মনের আশা হবে খাসা পেলে খেজুররস 

কল্পনাতো সত্যি হবে জিভযে হবে বশ।