Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

পরশ লভিতে দুলাল কৃষ্ণ বড়াল২০/১০/২০২২কেমন করিয়া বাসর বাঁধিনুপরশ লভিতে ভাই,চিরচেনা সেজন লাজে মরিনুরাত্রি পোহাইল তাই।পূর্ব গগণে ঊষাভাসে রাঙানুআভাসে হইনু লাল,যেমন করিয়া সে বক্ষে বাঁধিনুবিভাষ হইনু কাল।।
সারানিশি গেল ভাবিতে ভাবিতেমাঝে আ…


পরশ লভিতে 

দুলাল কৃষ্ণ বড়াল

২০/১০/২০২২

কেমন করিয়া বাসর বাঁধিনু

পরশ লভিতে ভাই,

চিরচেনা সেজন লাজে মরিনু

রাত্রি পোহাইল তাই।

পূর্ব গগণে ঊষাভাসে রাঙানু

আভাসে হইনু লাল,

যেমন করিয়া সে বক্ষে বাঁধিনু

বিভাষ হইনু কাল।।


সারানিশি গেল ভাবিতে ভাবিতে

মাঝে আকাশ পাতাল,

সাড়াদিয়ে ভেল কাঁপিতে কাঁপিতে

সাজে আমোরি মাতাল।

যমুনা বহিয়া ভিজায়ে বসন

কেবা রাখে তার খেল,

আপনি পরাণ কাড়িয়া নিল ঐ

কারিল আমোরি দেল।।


চুরাশি লক্ষ ভেদিয়া জনম 

পাইলু অধর পরশ,

কমলো রস করিতে লেহন

কাঁপিবে তারই আরশ।

তরিতে জল সেচিবে মাল্লা ঐ

তরঙ্গে দুলিবে যখন,

দুই দেহ মিলে একতণু সারা

নি:শ্বাসে ফুলিবে তখন।।


খুলিবে দার রইনু বেসামাল

দমকা ভাঁদর আসি,

কোথা হতে ভাসি চিরচেনা সাথী

বাঁধিল জোটক হাসি।

ক্লান্ত অমোঘ নাহি বুঝি শোক -ঐ

স্বর্গ সিংহাসন নাহি,

আছিনু দিলে কত মশগুলে

অলেখার পথ বাহি।।