Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তোমাকেকৃষ্ণা গুহ
শুনতে পাচ্ছ ,আমার বুকের ভেতর তরঙ্গায়িত ধ্বনি!!বহুকাল হৃদপিন্ড বন্দি ছিল ,আজ মুক্তিতে প্রতিধ্বনিত হচ্ছে ।
ছিন্ন বিচ্ছিন্ন মনটা আজ খণ্ড খণ্ড স্মৃতি নিয়ে আলো-আঁধারির খেলাঘরে !!নৈঃশব্দের মাঝেও জানান দেয় তুমি আছো মা…


 তোমাকে

কৃষ্ণা গুহ


শুনতে পাচ্ছ ,আমার বুকের ভেতর তরঙ্গায়িত ধ্বনি!!

বহুকাল হৃদপিন্ড বন্দি ছিল ,আজ মুক্তিতে প্রতিধ্বনিত হচ্ছে ।


ছিন্ন বিচ্ছিন্ন মনটা আজ খণ্ড খণ্ড স্মৃতি নিয়ে আলো-আঁধারির খেলাঘরে !!

নৈঃশব্দের মাঝেও জানান দেয় তুমি আছো মাথার ওপরে ছাতা হয়ে।

  জানি না আর কতকাল রাখবো ধরে!! ক্যালেন্ডারের পাতাগুলো সব একে একে যাচ্ছে সরে। 


এবার বর্ষা কোথায় ?

বর্ষা আমার চোখের পাতায় !!

মন ছুঁয়ে ডাকি তোমায়---- ঘর , শরীর জুড়ে লেপ্টে থাকি তোমার উষ্ণতায়!!


 পাহাড়ের গা বেয়ে কত স্মৃতি , কত খুনসুটি কথার নদী বয়ে যায়--- আমার হৃদপিন্ডের ধ্বনি শোনো !!!

সুস্থ শরীরে থেকো মাথার ওপর বটবৃক্ষের ছায়া হয়ে।