Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
যেতে যেতে পথে একলা রাতে
ডা.শামস রহমান ২৬ আশ্বিন'১৪২৯;ইং ১১/১০/২২
ও চলে গেল আজ বিবর্ণ হলো সবটুকু রঙ জীবনেরওকে বাঁধতে পারিনি ভালোবাসারটানে,এ কেমন সঙ্গী মনের!সিঁদুর সীমন্তে সবটুকু মুছে স্মৃতি যতো থমকে দাঁড়ায়অ…


 #সৃষ্টি_সাহিত্য_যাপন 


যেতে যেতে পথে একলা রাতে


ডা.শামস রহমান 

২৬ আশ্বিন'১৪২৯;ইং ১১/১০/২২


ও চলে গেল আজ বিবর্ণ হলো 

সবটুকু রঙ জীবনের

ওকে বাঁধতে পারিনি ভালোবাসার

টানে,এ কেমন সঙ্গী মনের!

সিঁদুর সীমন্তে সবটুকু মুছে স্মৃতি 

যতো থমকে দাঁড়ায়

অবেলার খেয়ালে হেয়ালী ভরে

সুতপা চললে কোথায়?


এভাবে ভালোবেসে রজনী শেষে 

ফিরে দেখলে না অতীত 

সেই মন আছে দ‍্যুতি নেই চোখে,

সেদিন দেখেছি তোমাতে!

গভীর রাতে জ‍্যোৎস্নার ফুটফুটে 

আলোতে কি আবেশ কুন্তলে 

মন বলে ভরে দাওনা চুম্বনে,দু'টি

কপোলের টোলে!


নিশিজাগা পাখি রজনীগন্ধা সাক্ষী, 

ওরাও দেখছিল চেয়ে

আর একটু কাছে থেকে মনের কথা 

বলে রজনী শেষ হলো মেয়ে!

কে আমায় ডাকে,কাছে থেকে দূরে 

যেতে হবে অজানাতে

বিরহে বিধুর মন চঞ্চল হলো তবুও

চায় কাছে পেতে!


ও যেমনই আছে তেমনই থাক,

আমার সঙ্গ থেকে দূরে

চাঁদও কতোদূরে জ‍্যোৎস্নায় মিশে 

হারিয়ে যায়না সরে!

এভাবে কাছে থাকা মনে হয় একা 

যত ছবি কল্পনা মাখা

তুমি সেই নারী সমগ্র ধরিত্রী সবটুকু 

কামনার শিখা!


ধূসর গোধূলি পেরিয়ে দীপ জ্বলা সাঁঝে, 

আমায় মনে করো

তারা হয়ে ফুটব তাকিয়ে থাকব,চিনবে

কি সেই ভীড়ে?

যেতে যেতে পথে একলা রাতে কখনো 

নাম ধরে ডেকো

আমি ছিলাম আছি থাকব সাথী তোমার,

তুমি ভালো থেকো!


-Shams Rahman.