Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - নয়ে নিত্যনতুন কবিতা (স্ব-সৃষ্টি)শিরোনাম - দিব্বি আছি বেঁচে কলমে - গৌতম তরফদারতারিখ - ১১.১০.২০২২
অবিচারের চাবুকে বোধের শরীরে ঘা,চোখ বুঁদে থাকার নিত্যনতুন বাহানা।সহ্যের কালঘুম বাড়ছে দিন-কে-দিন,প্রতিবাদী চে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - নয়ে নিত্যনতুন কবিতা (স্ব-সৃষ্টি)

শিরোনাম - দিব্বি আছি বেঁচে 

কলমে - গৌতম তরফদার

তারিখ - ১১.১০.২০২২


অবিচারের চাবুকে বোধের শরীরে ঘা,

চোখ বুঁদে থাকার নিত্যনতুন বাহানা।

সহ্যের কালঘুম বাড়ছে দিন-কে-দিন,

প্রতিবাদী চেতনা ভোগে ব্যথায় ব্যথায়।

সর্বত্র বিদ্বেষ, কোথায় এর শেষ?


আমরা বাঙালি দেখেশুনে ঘুমিয়ে আছি,

বিবেকের সাথে রোজ খেলছি কানামাছি।

' নিশ্বাসপ্রশ্বাস চলছে ' বলতে পারি নেচে,

মোটা চামড়ার আড়ালে দিব্বি আছি বেঁচে।


_____// ©® বুদ্ধুরাম