Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

************ সৃষ্টি সাহিত্য যাপন ***********
***************** অপেক্ষা **************
     কলমে: পামেলা রায়
হিমেল হাওয়া , শীতের পরশ,জাগালো প্রাণে আনন্দের হিল্লোল।মিঠেকড়া উষ্ণ স্নাত মননেছায়াছবি আঁকে আঁখি পল্লব।শুভ্র…

 


************ সৃষ্টি সাহিত্য যাপন ***********


***************** অপেক্ষা **************


     কলমে: পামেলা রায়


হিমেল হাওয়া , শীতের পরশ,

জাগালো প্রাণে আনন্দের হিল্লোল।

মিঠেকড়া উষ্ণ স্নাত মননে

ছায়াছবি আঁকে আঁখি পল্লব।

শুভ্র মেঘের ভেলা.....

দোলা দিয়ে যায় গভীর চেতনা,

পুষ্করিনীর স্থির জলরাশি যেন দর্পণ।

ভাবনায় শুধু মুখখানি ভেসে ওঠে,

যেন হৃদয়ের কবোষ্ণ রক্তে প্রতিবিম্ব।

মনের অলিতে - গলিতে কত যে বাসনা ছড়িয়ে আছে তা অব্যাক্ত।

একবার সামনে এসে কেন দাঁড়ায় না ?

ব্যাকুল মন খুঁজে চলে বারবার....

একটি মুহূর্ত পাই যদি তাঁর দর্শন।

শিশির ভেজা তৃণ গালিচায়,

কান পেতে থাকি তার পদধ্বনির অপেক্ষায়।

নিক্কন বেজে ওঠে আগমনীর বার্তায়,

আবিষ্ট দিবানিশি চিন্তনে।

জোয়ার - ভাটার খেলা চলে নব কলেবরে।

 গোপনে গোপনে...

উদাস মন প্রতীক্ষার দিন গোনে। 

ঋতু আসে ঋতু যায়.....

বিনিদ্র রজনী অন্ধকারে মিলায়।


আজও আছি যে তার অপেক্ষায়,

কোমল স্পর্শের পূর্ণতার আশায়।