#সৃষ্টি_সাহিত্য_যাপনগত শনিবার রাজস্থানের কোটায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে। এমন ঘটনা বর্তমানে প্রায়শই ঘটছে, পরিচিত বলেই হয়ত মনে দাগ কেটেছে বেশি।
#শিরোনাম_অন্তিম_উড়ান#কলমে_অসীম_মজুমদার#তারিখ_২১_১০_২২
রঙিন প্রজাপতিরা…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
গত শনিবার রাজস্থানের কোটায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে। এমন ঘটনা বর্তমানে প্রায়শই ঘটছে, পরিচিত বলেই হয়ত মনে দাগ কেটেছে বেশি।
#শিরোনাম_অন্তিম_উড়ান
#কলমে_অসীম_মজুমদার
#তারিখ_২১_১০_২২
রঙিন প্রজাপতিরা এতটা আবদ্ধ না হয়ে যায়,
যাতে তাদের ওড়ার ইচ্ছে সুতীব্র হয়ে ওঠে।
মুক্তির আনন্দে আলোকিত সূর্যালোকে রঙিন ডানা না মেলতে পারলে,
একদিন তারা উড়ে যাবেই আঁধার প্রদীপের লেলিহান শিখার মোহে।
আটকানো যাবে তো .....
নিজেদের ব্যর্থতা হতাশা ঢাকতে অবুঝ কঠোরতা,
অপূর্ণ স্বপ্ন-সমষ্টির ভারে চাপা কৈশোর মনের নরম মাটি।
শুকানোর আগেই তাপ-হাপরে কাঠিন্যের তৎপরতায় অজস্র চিড়,
মাটির প্রলেপ যতই দেওয়া হোক, মন-মাটি তো ফাটবেই।
আটকানো যাচ্ছে না ......
আগ্ৰাসী প্রতিযোগীতার দৌড়ে প্রস্তুতির আগেই বাঁশি ফুঁ,
পিছিয়ে পড়া হতাশ মনের আরো পিছিয়ে পড়ার নেশা।
উৎসাহ নয়, নিপীড়নে ভীত একটুকরো মাংসপিন্ড।
সত্তার মৃত্যু তো ঘটেছে আগেই, ঝাঁপটা অন্তিম উড়ান।
আটকানো গেল কি ......
বাবা-মায়ের শিখর প্রলুদ্ধ চোখের সামনে,
অন্তিম উড়ানের প্রাঞ্জল সাক্ষী রেখে,
কৈশোরের সায়াহ্নে ছেলেটা ছাত্রাবাসের ন'তলার বারান্দা থেকে,
দু-হাত দুপাশে ছড়িয়ে প্রজাপতির মত হয়ত শেষবার একটু উড়তে চেয়েছিল ....