Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা-- গরীবের দুগ্গা        টুয়া চক্রবর্ত্তী_______________________
বিলাইতি সাজে কইন্যা তুই বেশ সাজস ত!ইত্ত সুন্দর কইরে সাইজিস তুরা--শহুরে সাজ তুদের কত্ত রঙ-বাহারি ঢঙের,-দ্যাখনের সাধ জাগে বড্ড তুদের!চোখটো জুড়া…


 সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা-- গরীবের দুগ্গা

        টুয়া চক্রবর্ত্তী

_______________________


বিলাইতি সাজে কইন্যা তুই বেশ সাজস ত!

ইত্ত সুন্দর কইরে সাইজিস তুরা--

শহুরে সাজ তুদের কত্ত রঙ-বাহারি ঢঙের,-

দ্যাখনের সাধ জাগে বড্ড তুদের!

চোখটো জুড়াইয়া যায় তহন।

তুবে মনটো ভারি হু-হু করে, জানস ক্যান?

মুর বাসার বিটিটা আচে,উ বড্ড দুখী রে!

মুর মাইয়াটোর চক্ষের কোণটোয় প্রায়ই জল দ্যাখি--

মাইয়াটো গুমরে মরে, মুকখান ফুইট্যা কুছু কয় না।

না পায় ভালো-মন্দ খাইতে-- 

না পায় লুতন-লুতন জামাটো পইরতে;

কারো থিইক্যা কভু পাইল কুছু খানা-পিনা,

কহনও জুইটে কুছু লুতন কাপ্পড়-চুপ্পর--

কহন ত জুইটেই না কুছু।

পথ চাইয়া বইস্যা লয় মুর মাইয়া,

চ্যায়-চ্যায় শুদ্দু দ্যাখে মাইয়া পথের লোকজনরে,

 কি সুন্দর কইরা উরা সাজে-গুজে!

ঝিকিমিকি জামাটো পইরা ঘুরে-ফিরে। 

বিটির অপদার্থ বাপ মু বাপ,

ঢাকির দলটোয় ঢাকটো বাজাই ঠিকই--

তুবে বায়নাটো আর হয় কই!

আসি পুজোর শ্যাষে বাসায়।

বিটিরে দ্যাখি বাসার কাম-কম্ম বেশ সাজাইয়া করিতেচে;

বিটি উর মায়ের লগে রান্নাটো শিখিচে ভালই বটে!

আর তুদের বিটির বাসায় কুটোটি কইরতে হয় না;

তুদের বিটির বাসায় ঠান্ডা যন্তর চলে,

আয়েশ কইরা দিনটো কাটায় বটে,-

ইয়া বড় গাড়িটো চাইপা আপিচ যায়,

তুদের বিটি রেল বাসটোয় চইড়ে না,

অত্ত-অত্ত টকাকড়ি উড়াইয়া দ্যায় নিমেষে--

কিন্তু হামিদের ভেক্ষ দিতে মনটো চাহে না।

তুদের বিটি দশহাতটো নাকি আচে শুনি?

উ দশহাতটো দিয়া দশদিক নাকি দ্যাখে তুদের বিটি!

তুদের বিটি মাইয়ারে সক্কলে দুগ্গা কয়!

তুদের দুগ্গা কি তুবে বড়লোক বিলাইতিয়ানার সাতে থাইকে?

ইসব গরীব দুগ্গা-মাইয়াদের দ্যাখে কই তুদের দুগ্গা? 

নাকি ঘেন্ন্যা করে লে হামিদের বড়লোকের দুগ্গারা?