Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুরুলিয়ার জন্ম দিবস পালন

অমিতাভ মিশ্র, পুরুলিয়া মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ‍্যোগে এবং মাঝিহিড়া ন‍্যাশনাল বেসিক এডুকেশনাল ইন্সটিটিউটের ব‍্যবস্থাপনায় আমাদের প্রিয় জেলার ৬৭ তম জন্ম দিবস পালিত হল সাড়ম্বরে। অনুষ্ঠান উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশি…

 


অমিতাভ মিশ্র, পুরুলিয়া 

মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ‍্যোগে এবং মাঝিহিড়া ন‍্যাশনাল বেসিক এডুকেশনাল ইন্সটিটিউটের ব‍্যবস্থাপনায় আমাদের প্রিয় জেলার ৬৭ তম জন্ম দিবস পালিত হল সাড়ম্বরে। অনুষ্ঠান উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের সম্মাননা জ্ঞাপন করার কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রবীণ রিক্সা চালক শ্রী আনন্দ বাউরী - কে ইতিমধ‍্যে সংবর্ধনা জানানো হলেও আজ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রবীণ সংবাদপত্র বিক্রেতা শ্রী সুকুমার চঁন্দ - কে সংবর্ধনা জানানো হল। 

অনুষ্ঠানে দিনটির গুরুত্ব ব‍্যাখ‍্যা করে আলোচনা করেন সাহিত‍্যিক, সাংবাদিক তথা অবসর প‍্রাপ্ত পদস্থ ব‍্যাঙ্ক আধিকারিক শ্রীযুত তরুণ চট্টোপাধ‍্যায়, মহকুমা পুলিস আধিকারিক শ্রীযুত বরুণ বৈদ‍্য, অধ‍্যাপক প্রদীপ মন্ডল, সংস্থার যুগ্ম সম্পাদক শ্রীযুত প্রসাদ দাশগুপ্ত, জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, মাঝিহিড়া আশ্রম পি, টি, টি, আই, - এর অধ‍্যক্ষ শ্রী শ‍্যামল চক্রবর্তী, মানবাজার গভ, আই, টি, আই, - এর অধ‍্যক্ষ শ্রী অরিত্রম চট্টোপাধ‍্যায় সহ বিশিষ্ট জনেরা। স্বাগত বক্তব‍্য রাখেন মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী সমীর দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা সেনানী শ্রীযুত হংসেশ্বর মাহাতো। সংগীত পরিবেশন করেন শ্রীযুক্তা মধুমিতা দাশগুপ্ত ও শ্রী ভাস্কর রায়।

 ছাত্রীদের গীতি আলেখ‍্য এবং সুমন বাবুর সঞ্চালনা অনুষ্ঠানে ভিন্নতর মাত্রা সৃষ্টি করে। শ্রী রামকৃষ্ণ নন্দী, শ্রী মৃণাল দত্ত, শ্রী দু:খভঞ্জন পরামানিক, শ্রী জয়ন্ত দত্ত, শ্রী রাকেশ বিশ্বাস, শ্রী রাজা দত্ত সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও পড়ুয়াদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।