নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম : শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বুধবার একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। চক্ষু পরীক্ষা শিবিরে স্থানীয় সাধারণ গ্রামবাসীরা অংশগ্রহণ …
নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম : শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বুধবার একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। চক্ষু পরীক্ষা শিবিরে স্থানীয় সাধারণ গ্রামবাসীরা অংশগ্রহণ করেন। বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির আয়োজনে সহযোগিতা করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট ।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. সুশান্ত দে ও অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।এই শিবিরে মোট ৪৯ জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং ১৩ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।এই শিবিরে জাতীয় সেবা প্রকল্পের ২৬ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।