Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা,বেলেবেড়া, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের ডাঙ্গরসাহী সৈয়দ আলি স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে এবং সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা গোষ্ঠী "আমারকার ভাষা,আমারকার গর্ব" এর সহযোগিতায় ব…


নিজস্ব সংবাদদাতা,বেলেবেড়া, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের ডাঙ্গরসাহী সৈয়দ আলি স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে এবং সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা গোষ্ঠী "আমারকার ভাষা,আমারকার গর্ব" এর সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র 

নিরাময় কেন্দ্রের বিশেষ সহযোগিতায় শিবিরটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। শিবির মোট ১৫ জন ডাক্তার ও স্বাস্থকর্মী এদিনের চক্ষূ পরীক্ষা করেন। পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক ব্যক্তি এদিন চক্ষু পরীক্ষা করান। শিবিরে যাঁদের চোখের ছানি ধরা পড়ে ছে আগামী ১২ দিনের 

মধ্যে তাঁদের দু-দফায় বিনামূল্যে অপারেশন করা হবে।


এ ছাড়া এদিনের শিবির থেকে ৩০ জনকে চশমা দেওয়া হয়।ক্লাবের সম্পাদক সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক সৈকত আলি সা জানান, গ্রামে ধান কাটার সময় চলছে, তা না হলে রোগীর সংখ্যা আরো বাড়তো। তিনি আরও জানান ভবিষ্যতে তাঁদের ক্লাব এই ধরনের সামাজিক কাজ চালিয়ে যাবে। শিবিরে এলাকার বিশিষ্ট জনেরা এবং ক্লাব ও সুবর্ণরৈখিক পরিবারের বিশ্বজিৎ পাল,কিশোর রক্ষিত সহ অন্যান্য সদস্যর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শনিবার সুবর্ণ রৈখিক পরিবারের সহযোগিতায় ঝাড়গ্রাম ব্লকের আগুইবনী স্কুলে অনুরূপ একটি চক্ষু পরীক্ষা শিবিরে ১৮৭ জন চক্ষু পরীক্ষা করান। শিবিরে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল,পলাশ ভুঁই ,এনাক্ষী গিরি,মণিময় সাউ, কিশোর রক্ষিত,বিপাশা পাণি, বিশ্বজিৎ পাত্র, অসিত গিরি,সমীর রাউৎ চিত্তরঞ্জন পাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।