বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটআধুনিক কার্তিক পুজোয় মেতেছে শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের অনতিদূরে গুলুড়িয়া গ্রামের মানুষজন। আধুনিক কথাটা ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ে ঠাকুরের বেশভূষা থেকে শুরু ক…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
আধুনিক কার্তিক পুজোয় মেতেছে শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের অনতিদূরে গুলুড়িয়া গ্রামের মানুষজন। আধুনিক কথাটা ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ে ঠাকুরের বেশভূষা থেকে শুরু করে কার্তিকের জুতো পর্যন্ত আধুনিকতার ছাপ আনার জন্য। এই কার্তিক কে নিয়েই গ্রামের মানুষ উৎসবে মেতে উঠেছে। সাধারণত দেখা যায় কার্তিক পুজো পরিবারের মধ্যে পূজিত হতে। সর্বজনীন কার্তিক পূজার রেওয়াজ গ্রামীন এলাকায় নেই বললেই চলে। বৃহস্পতিবার রাত থেকেই ওই গ্রামের মানুষজন থেকে শুরু করে সদ্য বিবাহিত দম্পতিদের ভীড় ও লক্ষ্য করা গেল। লোক কোথায় প্রচারিত কার্তিক পুজো করে ঘরে নতুন অতিথি আসার জন্য। পুজো চলাকালীন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক দম্পতিই তাদের মনের বাসনা পূরণ করার জন্য থালা ভর্তি প্রসাদ থেকে শুরু করে কার্তিক পুজোর জন্য যা যা উপকরণ প্রয়োজন তা দিতে । স্থানীয় বাসিন্দা সুকুমার মাইতি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এমন চিন্তা ভাবনা আগে কখনো দেখা যায়নি বর্তমানে দেখা যাচ্ছে। সময়োপযোগী নানা পরিবর্তনের সঙ্গে কার্তিকের বেশভূষা থেকে বিভিন্ন সাজসজ্জার পরিবর্তন করা হয়েছে ঠিকই তবে হিন্দুধর্মালম্বীদের কাছে কতখানি গ্রহণ যোগ্যতা পাবে তা ভাবনার বিষয় রয়েছে।