Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বামপন্থীদের নভেম্বর বিপ্লব পালন তমলুক মহকুমা জুড়ে

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ১০৫ তম নভেম্বর বিপ্লব পালন করা হল। সি পি আই এর পক্ষ থেকে তমলুকের নিমতৌড়ি চৌরাস্তার মোড়ে সমাবেশের মাধ্যমে …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ১০৫ তম নভেম্বর বিপ্লব পালন করা হল। সি পি আই এর পক্ষ থেকে তমলুকের নিমতৌড়ি চৌরাস্তার মোড়ে সমাবেশের মাধ্যমে আজকের দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই নেতা নির্মল বেরা, যুব নেতা গৌরাঙ্গ কুইলা, পার্থ রায় রবিন কর প্রমুখ নেতৃত্ব। শোষণমুক্ত সমাজ গড়ার ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে মার্কসীয় তত্ত্বকে গ্রাম গঞ্জে বিস্তার লাভ করার ক্ষেত্রে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে এসইউসিআই ( কমিউনিস্ট) পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা, নোনাকুড়ি, তমলুক, নিমতৌড়ি, ভোগপুর ,পাঁশকুড়া সহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় আজকের দিনটি পালন করে। নভেম্বর বিপ্লবের রূপকার লেলিন ট্যালিন এর মূর্তিতে মাল্যদান ,সেই সঙ্গে আলোচনা ভিত্তিক কর্মসূচিরও নেওয়া হয়। বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা অনুরূপা দাস জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুব্রত দাস, নারায়ণ চন্দ্র নায়ক ,জন্মেঞ্জয় মান্না ,চন্দ্র মোহন মানিক প্রমূখ।