Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে সভা কৃষক সভার

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকদিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিজয়ের বর্ষপূর্তি। এই উপলক্ষে শনিবার কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে কোলাঘাটের ব্লকের উত্তর জিঁয়াদা হাইস্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সম্পাদক নারা…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিজয়ের বর্ষপূর্তি। এই উপলক্ষে শনিবার কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে কোলাঘাটের ব্লকের উত্তর জিঁয়াদা হাইস্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক। নারায়ণ বাবু তার বক্তব্যে বলেন দেশের প্রায় ১৫ লক্ষ্যের বেশি কৃষক যেভাবে দিল্লিতে প্রায় ১৪ মাসেরও বেশি ঝড়-বৃষ্টি জল অপেক্ষা করে প্রবল বাধা অত্যাচার মোকাবিলা করে মৃত্যুবরণ করে কেন্দ্রীয় সরকারকে একটি কালা আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল তা বিশ্বের ইতিহাসে বিরল।এই লড়াই থেকে শিক্ষা নিয়ে কৃষকদের অন্যান্য দাবি যেমন সহায়ক মূল্য সকলের ধান বিক্রয়ের সুযোগ, বেশি সংখ্যক মান্ডি স্থাপন, ফসলের উপযুক্ত মূল্য, ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ ইত্যাদি বিষয়ে আন্দোলন গড়ে তোলার দাবি জানান।