Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা আজ বোমা গুলির স্বর্গরাজ্য

। তরুন চট্টোপাধ্যায়। কলকাতা।পশ্চিমবঙ্গ কি দিন দিন বোমা গুলির স্বর্গ রাজ্যে পরিণত হতে চলেছে।দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল। প্রতিদিন জেলার নানা স্হান থেকে উদ্ধার হচ্ছে বোমা ও আগ্নেয়াস্ত্র। কখনো দুই চব্বিশ পরগনা আবার কখনো মালদা মুর্শদাব…

 


। তরুন চট্টোপাধ্যায়। কলকাতা।

পশ্চিমবঙ্গ কি দিন দিন বোমা গুলির স্বর্গ রাজ্যে পরিণত হতে চলেছে।দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল। প্রতিদিন জেলার নানা স্হান থেকে উদ্ধার হচ্ছে বোমা ও আগ্নেয়াস্ত্র। কখনো দুই চব্বিশ পরগনা আবার কখনো মালদা মুর্শদাবাদ। কখনো কুলপি আবার কখনো রেজিনগর।বোমা উদ্ধার চলছে তো চলছে।

বোমাকে ফুটবল ভেবে খেলতে গিয়ে শিশুর মৃত্যু বা আহত হয়েছে বার বার।গ্রামে গ্রামে বোমার রমরমা হলে তা পথেঘাটে ছড়িয়ে থাকা স্বাভাবিক। 

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বাংলার বুকে অসামাজিক কাজকর্ম তত বাড়ছে।

এনিয়ে রাজনৈতিক তরজা চলছে।বিরোধীরা তৃণমূল সরকারকে দোষারোপ করছে।অন্যদিকে তৃনমূল আঙুল তুলছে বিরোধীদের দিকে। 

তৃনমূলের জয়প্রকাশ মজুমদার যিনি বিজেপি ছেড়ে তৃনমূল দলে এসেছেন তিনি বলেন,বিজেপি ও সিপিএম এই সব কাজকর্ম করে সরকারকে হেয় করে তুলছে।

সিপিএম এর সৃজন চক্রবর্তী জানান, তৃনমূল রাজনীতি মানেই বোমা ও গুলি।

কংগ্রেসের অধীর জানান এটি তৃনমূল দলের কালচার। 

বাংলা আজ বোমা গুলির স্বর্গ রাজ্য।