Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - সাক্ষাৎকলমে - রবীন্দ্রনাথ প্রধানতারিখ - ২২/১১/২০২২
দুটি মানুষের সাক্ষাৎ হোকস্মরণীয় আর অনন্য,অনন্য হোক আন্তরিকতাহোক না নেহাত সৌজন্য।
আদান প্রদানে কথার মালিকাআনুক প্রেরণা সুগন্ধ,প্রাণিত হোক না দুটি অন্ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - সাক্ষাৎ

কলমে - রবীন্দ্রনাথ প্রধান

তারিখ - ২২/১১/২০২২


দুটি মানুষের সাক্ষাৎ হোক

স্মরণীয় আর অনন্য,

অনন্য হোক আন্তরিকতা

হোক না নেহাত সৌজন্য।


আদান প্রদানে কথার মালিকা

আনুক প্রেরণা সুগন্ধ,

প্রাণিত হোক না দুটি অন্তর

লেখা হোক সেরা নিবন্ধ।


প্রতিটি শব্দ বহন করুক

আত্মিক টান ভালো লাগা,

সাক্ষাৎ পরে দুজনেই খুশি

ভাবে না যে তারা হতভাগা।


মানসিক স্তর উন্নীত তাই

ভাবে পেয়ে গেছে কত কিছু,

উভয়ের লাভ তাই হরষিত 

আসুক দুঃখ পিছুপিছু।


প্রতি সাক্ষাৎ এমনি হলেই

আপনজন যে সবখানে,

ভেদাভেদ দানো উধাও হবেই

মিলনের মেলা প্রতি স্থানে।