নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... আবারও মানবিক মুখ নিয়ে শীতের মুখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বিশ্ববীণা ফাউন্ডেশন।রবিবার বিকেলে মেদিনীপুরের বিশ্ববীণা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির মেদিনীপুর…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... আবারও মানবিক মুখ নিয়ে শীতের মুখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বিশ্ববীণা ফাউন্ডেশন।রবিবার বিকেলে মেদিনীপুরের বিশ্ববীণা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির মেদিনীপুর জেলা কমিটি সহযোগিতায় মেদিনীপুর সদর ব্লকের পাথরা ৮ নং অঞ্চলের পাল-জাগুল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় এলাকার কুড়ি-বাইশটি গ্রামের ১৮০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর তুলে দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববীণা ফাউন্ডেশনের সভানেত্রী, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহবিদ্যালয়ের অধ্যাপিকা রীনা পাল, সম্পাদিকা, মেদিনীপুর কলেজের অধ্যাপিকা অপর্ণীতা ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পিংলা কলেজের অধ্যাপিকা সর্বশ্রী বন্দ্যোপাধ্যায় ও প্রধান পৃষ্ঠপোষক চিকিৎসক ডাঃ বিমল গুড়িয়া।বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রভাত ভট্টাচার্য, নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ জেলা নেতৃত্ব।