নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : আজীবন সদস্য ও বার্ষিক সদস্য-সদস্যাদের উপস্থিতি রবিবার সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো রবীন্দ্র স্মৃতি সমিতির ১৯ তম বার্ষিক সাধারণ সভা । এদিন সভার শুরুতে রবীন্দ্রনাথের মূর্তিতে ও হেমন্ত মুখ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : আজীবন সদস্য ও বার্ষিক সদস্য-সদস্যাদের উপস্থিতি রবিবার সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো রবীন্দ্র স্মৃতি সমিতির ১৯ তম বার্ষিক সাধারণ সভা । এদিন সভার শুরুতে রবীন্দ্রনাথের মূর্তিতে ও হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন সমিতির নেতৃবৃন্দ। বার্ষিক কার্য্যবিবরণী ও আয় ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী। এদিন সমিতির নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
উপস্থিত সদস্য-সদস্যার বিভিন্ন বিষয়ে মতামত পেশ করেন। পাশাপাশি আগমী এক বছরের জন্য বেশ কিছু পরিকল্পনা ও বাজেট গৃহীত হয় এদিনের সভায়। উপস্থিত ছিলেন জয়ন্ত সাহা,অমিয় পাল, আলোক দত্ত,সুতৃপ্তা দে,অতুল কৃষ্ণ মন্ডল, অঞ্জন সিকদার, লহর মজুমদার, অমিত কুমার দাস, আনন্দ গোপাল মাইতি, বিদ্যুৎ পাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির শুভানুধ্যায়ী সংস্কৃতিপ্রেমী জয়ন্ত মন্ডল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা।