Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাষ্ট্রপতির রূপ নিয়ে মন্তব্য অখিল গিরি

রাজনীতিতে কথার কাঁটায় বিদ্ধ করার প্রবণতা ক্রমেই বাড়ছে,কখনো তা লঙ্ঘন করছে শালীনতার সীমা।গতকাল নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন কাঁথির অখিল গিরি।রাষ্ট্রপতির বাহ্যিক রূপ ন…

 রাজনীতিতে কথার কাঁটায় বিদ্ধ করার প্রবণতা ক্রমেই বাড়ছে,কখনো তা লঙ্ঘন করছে শালীনতার সীমা।গতকাল নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন কাঁথির অখিল গিরি।রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে করা মন্তব্যে তোলপাড় দেশ। কারামন্ত্রী বলেছিলেন কি রূপসী,দেখতে কি ভালো,আমরা রূপের বিচার করিনা,তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি,কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?এই মন্তব্যের পরেই ওঠে ঝড়।বিভিন্ন রাজনৈতিক মহলে ওঠে তীব্র নিন্দার ঝড়।কিন্তু এই প্রথমবার নয়,গতকাল নাম না নিয়ে আক্রমণ করেছিলেন কিন্তু গত ২৭ অক্টোবর নন্দীগ্রামের গড় চক্রবেরিয়া তে ভূমি উচ্ছেদ কমিটির একটি সভায় সরাসরি নাম নিয়েই আক্রমণ করে বসেছিলেন অখিল গিরি।বলেছিলেন তোমার দ্রৌপদী মুর্মু কে কেমন দেখতে?আবারও রাজনৈতক মহলে সমালোচনার মুখে কারামন্ত্রী অখিল গিরি।