Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুষ্ঠিত হলো প্রতিবাদী নাটক 'মাতঙ্গিনী'-এর ক্লোজড্ ডোর শো.

নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর : সমাজের অন্যায় অনাচার রুখে দিতে চাই নারীশক্তির জাগরণ। প্রতিবাদী নারীশক্তি‌ই দিতে পারে সামাজিক উত্তরণের দিশা। এমন‌ই এক বিষয় ভাবনা নিয়ে প্রস্তুত হয়েছে একাঙ্ক নাটক 'মাতঙ্গিনী'।এ…



নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর : সমাজের অন্যায় অনাচার রুখে দিতে চাই নারীশক্তির জাগরণ। প্রতিবাদী নারীশক্তি‌ই দিতে পারে সামাজিক উত্তরণের দিশা। এমন‌ই এক বিষয় ভাবনা নিয়ে প্রস্তুত হয়েছে একাঙ্ক নাটক 'মাতঙ্গিনী'।এই নাটকটি রচনা করেছেন শিবঙ্কর চক্রবর্তী। 

স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জেলাতেই সম্প্রতি নাটকটির একটি ক্লোজড্ ডোর শো মঞ্চস্থ হলো। পাঁশকুড়ার স্টেশন বাজার সংলগ্ন বিবেকানন্দ হলে নাটকটি বাছাই আমন্ত্রিত বিদগ্ধ দর্শকদের সামনে উপস্থাপনা করেন "বি-বর্ণ প্রেক্ষাপট" নাট্যগোষ্ঠী। 


শোয়ে আমন্ত্রিত ছিলেন পাঁশকুড়া শহর তথা অন্যান্য এলাকার নাট্যপ্রেমী বিশিষ্ট ব্যক্তিরা।নাটকটিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন বর্ণালি গোস্বামী, সেক মুস্তাক আলি, পরীক্ষিত অধিকারী, তন্ময় ভৌমিক ও সৌমিত্র বর প্রমুখ। নাটক দেখতে উপস্থিত ছিলেন সৌরেন চট্টোপাধ্যায়, আলোক মাইতি, সুদীপ করণ, স্বাগতা চট্টোপাধ্যায়,অনুপ আদক, অমিত রঞ্জন দাস,পার্থ দাস, প্রদীপ কুলভি, সুশান্ত ঘোষ,সরোজ মান্না,কাঞ্চনজ্যোতি দোলাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত দর্শকরা নাটকটির ভূয়সী প্রশংসা করেছেন। 


পাশাপাশি তাঁরা যে যে জায়গায় সংশোধন করলে নাটকটি আরো ভালো হতে পারে সে পরামর্শ নাট্য গোষ্ঠী কে দিয়েছেন। নাটকের অন্যতম কুশীলব সেক মুস্তাক আলি বলেন, নাটকটিকে আরও উৎকৃষ্ট মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নাট্যপ্রেমী বিশিষ্ট জনদের নিয়ে এই রুদ্ধদ্বার শোয়ের আয়োজন। 

উল্লেখ্য বিগত এক দশকের বেশি সময় ধরে পাঁশকুড়ার এই 'বি-বর্ণ প্রেক্ষাপট' নাট্যগোষ্ঠী দর্শকদের জন্য মনোজ্ঞ নাটক উপহার দিয়ে চলেছে।