বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুককৃষিবিদ্যুৎ গ্রাহকদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা অবিলম্বে ফেরত এর দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট বিক্ষোভ ডেপুটেশন ও গেট অবরোধ। বিদ্যুৎ এর সমস্যা কোন না কোন সময় লেগেই রয়েছে বিভিন্ন স্থ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
কৃষিবিদ্যুৎ গ্রাহকদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা অবিলম্বে ফেরত এর দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট বিক্ষোভ ডেপুটেশন ও গেট অবরোধ। বিদ্যুৎ এর সমস্যা কোন না কোন সময় লেগেই রয়েছে বিভিন্ন স্থানে। পূর্ব মেদিনীপুর জেলার স্মার্ট প্রিপেড মিটার লাগানোর প্রচেষ্টা বন্ধ, অতি সত্বর বন্ধ ও খারাপ মিটার পরিবর্তন, লোডশেডিং লো ভোল্টেজ সমস্যার সমাধান, কৃষি ক্ষেত্রে বিনা পয়সায় বিদ্যুৎ, গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়, সেই সঙ্গে কৃষি বিদ্যুৎ গ্রাহকদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা অবিলম্বে ফেরত এর দাবি নিয়ে শুক্রবার বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হল। সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করতেও দেখা যায়। ডেপুটেশন কারীদের অভিযোগ রিজিওনাল ম্যানেজার ডেপুটেশনের সময় উপস্থিত না থাকার জন্যই গেট অবরোধ করা হয়েছে। গেট অবরোধ করে রাখার পর তিন জন ডিভিশনাল ম্যানেজার সংগঠনের প্রতিনিধির সঙ্গে দেখা করে স্মারকলিপি নেন। আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং গেট অবরোধের নেতৃত্ব দেন সুনীল ঘোড়ই, নারায়ণ চন্দ্র নায়ক, শংকর মালাকার, নন্দ মন্ডল ,মহসিন আলি খান প্রমূখ। বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে রিজিওনাল ম্যানেজার প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন আগামী সোমবার। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দাবি দেওয়া যদি সুষ্ঠু মীমাংসা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবে।